shono
Advertisement

দোলের পর গোটা বাড়ি জুড়ে রং? পরিষ্কার করুন সহজে, রইল টিপস

ঘরের মেঝে থেকে রং তোলার সবচেয়ে ভাল উপায় হল বেকিং পাউডার৷
Posted: 09:10 PM Mar 08, 2023Updated: 09:10 PM Mar 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুটহাট করে রং নিয়ে বন্ধুরা ঢুকে পড়েছিল ঘরে। ঘরের মধ্য়েই রং নিয়ে মাখামাখি। আনন্দের মাঝে খেয়ালই করেননি আপনার ঘরের মেঝে থেকে শুরু করে সাধের সোফা, বইয়ের তাক, পর্দায় রং লেগে একেবারে যাচ্ছে তাই অবস্থা। রং খেলা শেষে এখন মাথায় হাত। ভাবছেন এবার কীভাবে সামলাবেন? চিন্তা নেই। রইল বেশ কিছু সহজ টিপস।

Advertisement

মেঝেতে আবির পড়ে থাকলে জল দিয়ে একেবারে পরিষ্কার করবেন না৷ এতে কিন্তু রং বসে যাবে৷ বরং ঝাঁটা বা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন ৷ জল বা ভেজা কাপড় দিয়ে মুছবেন না৷

গোলা রং পড়লেও স্পঞ্জ বা কাপড় দিয়ে মুছে ফেলা ভাল৷ পরে কড়া ডিটারজেন্ট দিয়ে ঘর ধুয়ে পরিষ্কার করতে হবে৷ রং যত বসে যাবে তত তোলা কঠিন হবে৷ তাই বেশি দেরি করা ঠিক হবে না।

[আরও পড়ুন: আদা-রসুনের খোসা ছাড়াতে প্রচুর সময় লাগে? এই উপায়গুলিতে সহজেই কাজ হয়ে যাবে]

ঘরের মেঝে থেকে রং তোলার সবচেয়ে ভাল উপায় হল বেকিং পাউডার৷ জলে বেকিং পাউডার ঘন করে গুলে সারা মেঝেতে ভাল করে লাগিয়ে রাখুন৷ ভেজা স্পঞ্জ বা ভেজা কাপড় দিয়ে মুছে নিন৷ পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন৷ দেখবেন মেঝে ঝকঝকে হয়ে যাবে। টাইলস বা মার্বেলের ফ্লোরে এটা দারুণ কাজ করবে। বাথরুমের মেঝে পরিষ্কার করার ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন।

কাঠের আসবাবে যদি আবির বা শুকনো রং লাগে তাহলে তাড়াতাড়ি ঝেড়ে ফেলুন ঝাড়ু দিয়ে৷ যদি ভেজা রং কাঠে লেগে যায় নেলপলিশ রিমুভার ব্যবহার করুন রং তুলতে৷ দেখবেন এতে আসবাবপত্র নষ্ট হবে না।

[আরও পড়ুন: অশুভ শক্তির নজর কাটাতে বাড়িতে রাখুন ড্রিম ক্যাচার, কোনদিকে রাখলে মিলবে সুফল? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement