shono
Advertisement

ঘরে রাখা গাছ দ্রুত মরে যাচ্ছে? ইন্ডোর প্ল্যান্ট বাঁচাতে মেনে চলুন এই ৫ নিয়ম

জলে কাপড় ভিজিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করুন গাছের পাতা।
Posted: 09:18 PM Mar 13, 2023Updated: 09:33 PM Mar 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই ঘর সাজাতে ইন্ডোর প্ল্যান্ট ব্যবহার করেন। অনেকেই মনে করেন ইন্ডোর প্ল্যান্ট মানেই অল্প দেখভাল করলেই হয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এমনি গাছের তুলনায় ইন্ডোর প্ল্যান্টের যত্ন করতে লাগে বেশি। তাই ঘরে থাকা গাছের যত্ন নিতে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখুন।

Advertisement

১) ঘরে আছে বলে নিয়মিত জল দেবেন না, তা কিন্তু নয়। রোজ অল্প অল্প করে জল দিন। তবে নজর রাখবেন পাত্রে যেন জল জমে না থাকে।

২) অল্প আলোও কখনই গাছ রাখবেন না। আবার বেশি আলোতেও নয়। গাছ এমন জায়গায় রাখুন, যাতে হালকা আলো সব সময় পায় গাছটি।

[আরও পড়ুন:  কলমের কালি ফুরোলেই ডাস্টবিনে? ঘর সাজানোর দারুণ উপকরণ অচল পেন, রইল টিপস]

৩) কখনই এসির নিচে রাখবেন না গাছ। চেষ্টা করুন গাছ রাখার জায়গাটা এসির থেকে দূরেই রাখুন। এতে গাছ ঠিকঠাক বাড়বে।

৪) জলে কাপড় ভিজিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করুন গাছের পাতা। কিংবা কাঁচা দুধ তুলোতে ভিজিয়ে গাছের পাতা মুছে দিন। এই উপায়ে তরতাজা থাকবে গাছ।

৫) লক্ষ্য রাখুন গাছের টবে যেন পোকামাকড় না আসে। কাঁচা দুধের মধ্য়ে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন এতে, পোকামাকড় হবে না।

[আরও পড়ুন: কাপড় কাচার পর অবশ্যই পরিষ্কার করুন ওয়াশিং মেশিন, কীভাবে? রইল সহজ টিপস ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement