shono
Advertisement
new year

ছাব্বিশে ছন্নছাড়া আসবাবকে করুন বাই-বাই, জায়গা বাঁচিয়ে এভাবে সাজান ঘর

নতুন বছরে কী ধরনের আসবাব কেনা বুদ্ধিমানের কাজ?
Published By: Sulaya SinghaPosted: 09:33 PM Dec 30, 2025Updated: 09:33 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় বাড়ি, ঠাকুরদালান, বিশাল বড় ডাইনিং রুম, সামনে লম্বা বারান্দা- এসব যেন এখন সেলুলয়েডেই সীমাবদ্ধ। বিশেষ করে শহরবাসীর কাছে। মানুষ এখন ফ্ল্যাটেই বন্দি। আর ফ্ল্যাট মানেই জায়গার অভাব। সোফা, বিছানা, পড়ার টেবিল, ডাইনিং টেবিল, সবকিছুই সাজাতে হয় অল্প জায়গার মধ্যে। তাই মানুষ এখন এমন আসবাব খোঁজে যা কাজেও লাগবে আবার বেশি জায়গাও নেবে না। তারই কিছু সন্ধান রইল এই প্রতিবেদনে। ফ্ল্যাটের চেহারাটা বাইরে থেকে বাকি পাঁচজনের মতো হলেও নতুন বছরে ভিতরটা সাজান নিজের মতো করে।

Advertisement

বসার জায়গা
অনেকেই বসার জন্য টুল বা মোড়া ব্যবহার করেন। আবার আরামের জন্য কেউ কেউ বেছে নেয় ইজিচেয়ারও। কিন্তু সমস্যা হল এতে ঘরের অনেকটা জায়গা নষ্ট হয়। তার চেয়ে বসার এমন ব্যবস্থা করুন, যা একাধারে বসাও যাবে, আবার আপনার হিসেবেও কাজ করবে। অর্থাৎ নিচে ড্রয়ার থাকলে জুতো কিংবা নানা জিনিসপত্র রাখতে পারেন।

সোফা
অনেকে আজকাল জায়গা বাঁচানোর জন্য সোফা-কাম-বেড কেনেন। জায়গা বাঁচানোর জন্য এর কোনও তুলনা হয় না। কিন্তু যদি সোফা-কাম-বেড না নিয়ে শুধু সোফাই নিতে চান? তার উপায়ও আছে। শুধু সোফার আকার একটু ছোট করে নিন। বেশিরভাগ সোফাই থ্রি-সিটেড। তার চেয়ে বরং দু’জনের বসার মতো সোফা কিনুন। প্রয়োজনে ম্যাচ করে কিনে ফেলুন ফোল্ডিং চেয়ার। জায়গাও বাঁচবে, দেখতেও ছিমছাম লাগবে।

কফি বা টি-টেবিল
ঘরের খুব দরকারি জিনিস হল এই কফি বা টি-টেবিল। অতিথিদের আপ্যায়নের সময় এটি সবচেয়ে বেশি কাজে লাগে। এর উপর চা বা কফি পরিবেশন করা যায় অনায়াসেই। আর তাছাড়া ঘরের শোভা বর্ধনের জন্যও এর তুলনা নেই। কিন্তু এই কফি বা টি-টেবিল আপনার অতিথিদের বসার জায়গাও করে দিতে পারে। কফি বা টি-টেবিলের সঙ্গে আজকাল টুলের সেট পাওয়া যায়। এর বিশেষত্ব হল টেবিলের নিচে অনায়াসে এই টুলগুলি ঢুকিয়ে রাখা যায়। ফলে ঘরে জায়গা যেমন এটি কম নেয়, তেমনই অতিরিক্ত বসার জায়গার দরকার হলে অনায়াসেই এগুলি কাজে লাগাতে পারেন আপনি।

ওয়াল ডেস্ক
দেওয়ালের সঙ্গে সাঁটানো আলমারি বা ওয়ার্ডরোব বহুদিন থেকেই ব্যবহার হচ্ছে। তবে এবার বাজারে নতুন আমদানি ওয়াল ডেস্ক। কাজের সমস্ত দরকারি জিনিস, যেমন পেনস্ট্যান্ড, ল্যাপটপ, ডায়েরি ইত্যাদি আপনি এখানে রেখে দিতে পারেন। আর তার সঙ্গে ফোল্ডিং ডেস্ক হলে প্রয়োজন মতো তা খুলে সামনে চেয়ার নিয়ে বসে পড়তেই পারেন।

বিছানা
ট্রান্ডেল বেড এখন অনেকেই কিনছেন। বাড়িতে যে অতিরিক্ত বিছানা থাকে, সেটি ট্রান্ডেল বেড হতেই পারে। এতে আপনার ছেলেমেয়ের ঘুমতো যেমন অসুবিধা হবে না, তেমনই অতিথির জন্যও জায়গা থাকবে। একটা বিছানায় আপনার ছেলে বা মেয়ে ঘুমলো আর নীচ থেকে অন্য আরও একটি বিছানা টেনে বের করে সেখানে অতিথি থাকতে পারেন আরামে। কারওরই কোনও অসুবিধা হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোফা, বিছানা, পড়ার টেবিল, ডাইনিং টেবিল, সবকিছুই সাজাতে হয় অল্প জায়গার মধ্যে।
  • তাই মানুষ এখন এমন আসবাব খোঁজে যা কাজেও লাগবে আবার বেশি জায়গাও নেবে না।
  • তারই কিছু সন্ধান রইল এই প্রতিবেদনে।
Advertisement