shono
Advertisement
Lifestyle News

বছরের প্রথম দিন এই কাজগুলো ভুলেও নয়, ঘনাবে ঘোর বিপদ!

সতর্ক হন এখনই।
Published By: Tiyasha SarkarPosted: 02:00 PM Dec 29, 2025Updated: 02:37 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা বছর শেষের পথে। ভালো-মন্দ অভিজ্ঞতা নিয়েই নতুন বছরের অপেক্ষায় সকলে। একটাই কামনা, এবারের যা ভুলভ্রান্তি-অপ্রাপ্তি তা যেন আগামী বছর না হয়। সেই প্রার্থনায় বছরের প্রথমদিনটা একেক জন এক একরকম করে কাটান। কিন্তু জানেন কি প্রথম দিন কী পরছেন, কী করছেন তার উপরেও নির্ভর করে গোটা বছরটা? চলুন আজ জেনে নেওয়া যাক পয়লা জানুয়ারি কোন কাজগুলো ভুলেও করা যাবে না।

Advertisement

১. সারাবছর যাই পরুন না কেন, বছরের প্রথমদিনটা স্পেশাল। তাই ছেঁড়া, পুরনা বা রংচটা জামা ভুলেও পরবেন না। চেষ্টা করুন কালো রং এড়িয়ে যাওয়ার। বন্ধুবান্ধব বা ভাই-বোনেদের জামা পরেন অনেকে। কিন্তু ১ জানুয়ারি ভুলেও সেকাজ করবেন না। চেষ্টা করুন নতুন না হলেও উজ্জ্বল রঙের জামা পরার।

২. অনেকেই বৃহস্পতিবার কোনওরকম আর্থিক লেনদেন করেন না। বছরের প্রথমদিনেও এটা অবশ্যই মেনে চলুন। কাউকে ধার যেমন দেবেন না, তেমন নেবেনও না। যদি কোনও সামগ্রী কেনার থাকে তা অবশ্যই আগেভাগেই সেরে রাখুন।

৩. এবছর প্রত্যাশা পূরণ করেছে শীত। জবুথবু দশা তিলোত্তমাবাসীর। স্বাভাবিকভাবেই সকলেই চাইছেন ধীরে সুস্থ সকালটা শুরু করতে। অন্যান্যদিন অফিসের চাপে তা না হলেও পয়লা জানুয়ারি তো ছুটি, তাই এদিন একটু দেরিতে ওঠার প্ল্যান করেছেন অনেকেই। কিন্তু এই ভুলটা একদম করবেন না। অলসতাকে একদম গুরুত্ব দেবেন না। তাহলেই কেলেঙ্কারি।

৪. বছরের প্রথমদিনে ঘর সাজিয়ে তুলুন আলোয়। কারণ, অন্ধকারে নেতিবাচক শক্তি প্রবেশ করে। বাড়ির উত্তর-পূর্ব কোনে অবশ্যই আলো জ্বালাবেন।

৫. ভালো-মন্দ মিলিয়েই জীবন। পরিবারের সদস্যদের সঙ্গেও অনেকসময় কথা কাটাকাটি হয়েই যায়। কিন্তু পয়লা জানুয়ারি ভুলেও তর্কে জড়াবেন না। সকলের সঙ্গে মিলেমিশে ঝলমলে একটা দিন কাটান আপনি। সুন্দর করে তুলুন বাকিদের পয়লা জানুয়ারিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সারাবছর যাই পরুন না কেন, বছরের প্রথমদিনটা স্পেশাল। তাই ছেঁড়া, পুরনা বা রংচটা জামা ভুলেও পরবেন না। চেষ্টা করুন কালো রং এড়িয়ে যাওয়ার।
  • অনেকেই বৃহস্পতিবার কোনওরকম আর্থিক লেনদেন করেন না। বছরের প্রথমদিনেও এটা অবশ্যই মেনে চলুন। কাউকে ধার যেমন দেবেন না, তেমন নেবেনও না।
  • বছরের প্রথমদিনে ঘর সাজিয়ে তুলুন আলোয়। কারণ, অন্ধকারে নেতিবাচক শক্তি প্রবেশ করে। বাড়ির উত্তর-পূর্ব কোনে অবশ্যই আলো জ্বালাবেন।
Advertisement