অন্দরমহলের সাজেও আসুক নববর্ষের ছোঁয়া, কীভাবে? রইল সহজ টিপস

04:33 PM Apr 08, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্য়েই পয়লা বৈশাখের শপিং শুরু শহর জুড়ে। নতুন জামা-জুতো কিনতে ব্যস্ত শহরবাসী। কিন্তু নিজেরা তো সাজছেন, নতুন বছরে ঘর সাজাবেন তো? জেনে নিন সহজ কিছু ঘর সাজানোর আইডিয়া।

Advertisement

পয়লা বৈশাখ মানেই লাল, হলুদ শুভ রঙের সমাহার। ঘর গোছানোর সময় অবশ্যই ব্যবহার করুন এ সব রং।

বিছানায় পেতে নিতে পারেন লাল, হলুদ ডিজাইনের চাদর। সঙ্গে বালিশের কভারে ছোঁয়া থাক সাদা ও লালের।

Advertising
Advertising

[আরও পড়ুন: কতটা জল প্রয়োজন বাড়িতে রাখা গাছের? সার দেবেন কত পরিমাণ? জেনে রাখুন তথ্য]

পর্দা বদলে ফেলার দরকার নেই। বরং লাল ও হলুদ রঙের ওড়না কিনে আনুন। পর্দার সামনে সুন্দর করে ঝুলিয়ে দিন। দেখবেন ঘরের লুক একেবারে চেঞ্জ হয়ে যাবে।

সোফার বদলে রঙিন মাদুর, বসার ঘরে নকশী কাঁথার কুশন, মাটির পুতুল আর প্রদীপ, বাঁশ ও বেতের শো-পিস ইত্যাদি রাখতে পারেন। দেখবেন ঘরের সাজসজ্জা নতুন রূপ পাবে।

রাখতে পারেন বেতের মোড়া। আপনার পুরো ঘরের চেহারাটাই একেবারে বদলে দেবে এই জিনিসটি। মোড়ার পাশে বাতাস খেতে রাখুন তালপাতার পাখাও।

[আরও পড়ুন: ঘরে রাখা গাছ দ্রুত মরে যাচ্ছে? ইন্ডোর প্ল্যান্ট বাঁচাতে মেনে চলুন এই ৫ নিয়ম]

Advertisement
Next