সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে শুনতে ভাল, বন্ধুত্বও হয়ে যায় চট করে। চাকরিটাও ঠিকঠাক করেন। স্কুলে, কলেজে, অফিসে বেশ পপুলারও। তবুও প্রেম জোটেনি কপালে। হতাশ! আসলে প্রেম ব্যাপারটা উপরে দেওয়া পয়েন্টের সঙ্গে সব সময় খাপ খায় না। কখন, কার জীবনে, কীভাবে প্রেম এসে ধরা দেবে তা আগে থেকে টের পাওয়াও যায় না। তাই প্রেম ব্যাপারটা একেবারে কপালের উপর। তবে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, কিছু নিয়ম মেনে চললে নাকি প্রেম আপনার জীবনে আসবেও, টিকে থাকবেও। শুধু একটু ঘরকে সাজিয়ে নিতে হবে বাস্তুমতে। কী ভাবছেন? বলি কি প্রেমে পড়ার আগে, এই টিপসগুলো একবার পড়ে দেখুন! (Home decor tips)
১) ঘরের দেওয়ালে অনেকেই নানারকম ছবি ফ্রেম করে লাগিয়ে রাখেন। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন এই ফ্রেমেই আপনি প্রেমে পড়বেন। ঘরের দক্ষিণ বা পশ্চিম দেওয়ালে টাঙিয়ে দিন লাভ বার্ডসের (Lovebirds) ছবি।
[আরও পড়ুন: মুশকিল আসান! এই ৫ উপায়ে এক মিনিটেই পরিষ্কার হবে সিলিং ফ্যান]
২) ঘরের দেওয়াল কখনওই নীল রঙের করবেন না। বাস্তুশাস্ত্র মতে নীল রং ভালবাসাকে বাধা দেয়। পরিবর্তে হালকা লাল বা হালকা গোলাপি কিংবা একেবারে সাদা রং ব্যবহার করুন।
৩) পূর্ব দিকে মাথা দিয়ে শোবেন না। বরং দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়ার চেষ্টা করুন।
৪) লাল রংকে আপনার জীবনের মূল রং করে তুলুন। লাল রংই হয়ে উঠুক আপনার প্রিয় রং। সুযোগ পেলেই লাল রঙের পোশাক পরুন। দরকার পড়লে পকেটে লাল রঙের টুকরো রাখতে পারেন।
৫) বাথরুম, বেডরুমের দেওয়ালের রং অবশ্যই রাঙিয়ে তুলুন হালকা গোলাপি বা লাল রঙে। বসার ঘর হোক ক্রিম কালার।
৬) পুরনো প্রেমের স্মৃতিকে ঘর থেকে বিদায় জানান। প্রাক্তনের দেওয়া গিফট কখনওই ঘরের মধ্যে রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে পুরনো প্রেমের স্মৃতি নতুন প্রেমকে বার বার বাধা দেবে ঢুকতে। কেননা, পুরনোকে সরিয়ে নতুনের সঞ্চার ঘটে।
৭) প্রিয় মানুষের ছবি অবশ্যই রাখুন বেডরুমে। এতে প্রেম বাড়বে রোজ। ঘরের মধ্যে ভালবাসা খেলা করে বেড়াবে। মনও থাকবে চাঙ্গা।
৮) রাতে শোয়ার সময় গাঢ় রঙের চাদরের পরিবর্তে বিছানায় পেতে নিন হালকা রঙের চাদর।
৯) ঘরের জানলা ও দরজা এমনভাবে তৈরি করুন যাকে প্রাকৃতিক আলো হাওয়া ঘরের ভিতর খেলা করতে পারে।
১০) ফুলদানিতে রঙিন ফুল রাখুন। দেখবেন মন থাকবে চাঙ্গা। এক্ষেত্রে ব্যবহার করুন গোলাপ বা সূর্যমুখী ফুল।