shono
Advertisement

মাত্র ৪৫ মিনিটে পার করবে পাঁচ ঘণ্টার পথ, গুজরাটে চালু দেশের প্রথম সি-প্লেন পরিষেবা

জানেন ভাড়া কত?
Posted: 05:34 PM Oct 31, 2020Updated: 05:58 PM Oct 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারীর ঠেলায় কোণঠাসা পর্যটন (Tourism) ব্যবসা। পর্যায়ক্রমে আনলকের হাত ধরে ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা করছে এই ক্ষেত্রটি। এমন আবহে পর্যটনকে চাঙ্গা করতে গুজরাটে চালু হল দেশের প্রথম সি প্লেন পরিষেবা (Sea Plane)। নিসন্দেহে এই পরিষেবা দেশি-বিদেশি পর্যটকদের মন জয় করবে। গুজরাটকে বিশ্বের পর্যটন মানচিত্রে এক অনন্য স্থানও দেবে।

Advertisement

দেশের ঐক্যের বার্তা দিতে ও গুজরাটে পর্যটকদের আনাগোনা বাড়াতে কেভাডিয়ায় তৈরি হয়েছে বিশ্বের উচ্চতম মূর্তি। এবার সেই সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটিকে  কেন্দ্র করে চালু হল সি-প্লেন পরিষেবা। শনিবার গুজরাটে (Gujrat) এই বিমানের প্রথম যাত্রী হিসেবে সফর করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাতেই এই পরিষেবার উদ্বোধন হয়। তবে শুধু গুজরাট নয়,আন্দামান, উত্তরাখণ্ড, অসমের গুয়াহাটি -সহ দেশের মোট ১৬টি জায়গায় সি প্লেন চালানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। 

[আরও পড়ুন : করোনার প্রকোপ, পুজোর সিজনেও পর্যটকশূন্য পুরীর সমুদ্র সৈকত]

ভারতের প্রথম সি-প্লেন পরিষেবার কিছু খুঁটিনাটি তথ্য:

  • আহমেদাবাদ থেকে কেভাডিয়ার সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত চলবে সি প্লেন।
  • আকাশ থেকে নর্মদা নদীর পাশে বিশ্বের উচ্চতম মূর্তি এবং তার চারপাশের দৃশ্য দেখতে দেখতে নেমে আসার অনন্য অভিজ্ঞতা দেবে এই পরিষেবা।
  • ৫ ঘণ্টার পথ ৪৫ মিনিটে অতিক্রম করা সম্ভব হল।
  • একবার যাত্রার টিকিটের দাম ১৫০০ টাকা থেকে শুরু। চাহিদা অনুযায়ী তা বাড়তে পারে।
  • কেন্দ্রের উড়ান প্রকল্পের অন্তর্গত এই সি প্লেন পরিষেবা দেবে স্পাইসজেটের স্পাইস শাটল।
  • spiceshuttle.com ওয়েবসাইটে গিয়ে সি- প্লেনের টিকিট বুক করা যাবে।
  • প্রতিদিন দুটি করে বিমান চলবে।
  • ১৫ জন যাত্রী একবারে যাত্রা করতে পারবেন।
  • কানাডায় তৈরি হওয়া এই বিমানগুলি খুব অল্প জায়গায় ল্যান্ডিং ও টেক অফ করতে পারে।
  • অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই বিমানে।

[আরও পড়ুন : পুজোর মাঝেই ঘুরে আসুন আন্দামান, ফের চালু কলকাতা থেকে বিমান পরিষেবা]

সি প্লেন থেকে কেমন লাগছে চারপাশের দৃশ্য? রইল সেই ভিডিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement