সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুতই আত্মপ্রকাশ করতে চলেছে বিশ্বের প্রথম ট্যাঙ্গো স্মার্টফোন লেনোভো ফ্যাব ২ প্রো৷ শোনা যাচ্ছে, আগামী পয়লা নভেম্বর আত্মপ্রকাশ করতে পারে ফোনটি৷
অ্যান্ড্রয়েড পুলিশ-এর মতো কয়েকটি ওয়েবসাইট দাবি করছে, ফোনটি বাজারে আসার কথা ছিল গত সেপ্টেম্বরে৷ কিন্তু একাধিক কারণে রিলিজ করার তারিখ পিছিয়ে যায়৷ চলতি বছরের জুন মাসে লেনোভো টেক ওয়ার্ল্ড ইভেন্টে ফোনটি প্রথম সর্বসমক্ষে আসে৷ গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সংস্থাটি ভার্চুয়াল রিয়ালিটিকে এক সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে গিয়েছে৷ অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও ভেরিয়েবল রিলাকট্যান্স সেন্সর (ভিআর)-এর সাহায্যে একজন ইউজার তাঁর চারপাশে এক কৃত্রিম জগৎ অনুভব করতে পারবেন৷ গুগল ট্যাঙ্গো সেই কাজকে আরও সহজ করে দেবে৷ ঘরের ভিতরে বসে গেম খেলতে খেলতে আপনি অনুভব করতে পারেন যেন আপনি মাঠে নেমেই খেলছেন৷ ই-কমার্স সাইট থেকে যে কোনও প্রোডাক্ট কেনার আগে সেই প্রোডাক্টটি আপনার ঘরের ঠিক কোন জায়গায় বসানো যাবে-সেটি আগে থেকে দেখে নিতে পারবেন৷
স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা যাক৷ লেনোভো ফ্যাব ২ প্রো-তে রয়েছে ৬.৪ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে৷ বোঝাই যাচ্ছে, এটি একটি ফ্যাবলেট৷ অর্থাৎ, স্মার্টফোন ও ট্যাবলেটের সংমিশ্রণ৷ অক্টা-কোর প্রসেসর, ৪ জিবি র্যাম৷ সঙ্গে ৪০৫০ এমএএইচ ব্যাটারি৷ এই হ্যান্ডসেটে সবমিলিয়ে মোট ক্যামেরা রয়েছে৷ ফ্রন্টে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের রিয়ার আরজিবি ক্যামেরা, একটি ডেপথ সেন্সিং ইনফ্রারেড ক্যামেরা এবং একটি মোশন ট্র্যাকিং ক্যামেরা৷ ফ্যাব ২ প্রো হ্যান্ডসেটে ৩৬০ ডিগ্রি, ফোর-কে ভিডিও রেকর্ডিং করা সম্ভব৷ নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার৷