shono
Advertisement
Lifestyle Tips

সর্বত্র সম্মানিত হবেন আপনিই! শুধু রপ্ত করুন এই ৫ অভ্যেস

সর্বদা মাথায় রাখুন এই বিষয়গুলো।
Published By: Tiyasha SarkarPosted: 02:41 PM Nov 02, 2025Updated: 02:41 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশপাশের মানুষ সম্মান করবে, তা কে না চায়! কিন্তু কথাতেই আছে, সম্মান অর্জন করতে হয়। অর্থাৎ কতটা সম্মান পাবেন, তা নির্ভর করে অন্যের প্রতি আপনার আচরণের উপরই। তাই সর্বত্র সম্মানিত হতে কয়েকটি অভ্যেস রপ্ত করা আবশ্যক। যা আর পাঁচজনের থেকে আলাদা করে আপনাকে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী।

Advertisement

১. এককথার মানুষদের সকলেই পছন্দ করেন। প্রতিশ্রুতি দিলে তা পূরণ করা আবশ্যক। যা করতে পারবেন না, সেটা করার আশ্বাস দেবেন না। কথার খেলাপ করা মানে বিশ্বাসযোগ্যতা নষ্ট করা।

২. যে কোনও সম্পর্কের মূল ভিত্তি হল কথা বলা। এর অর্থ শুধু নিজের কথা স্পষ্টভাবে জানানো নয়। বরং উলটো দিকের লোকের কথাটাও শোনা জরুরি। উলটোদিকের মানুষ কী বলছে, তা মন দিয়ে শুনুন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. সকলের প্রতি সহানুভূতিশীল হন। উলটোদিকের মানুষটা কেমন, তার অর্থনৈতিক পরিস্থিতি কেমন তা বিচার করতে যাবেন না। প্রয়োজনে সকলের পাশে দাঁড়ান। সহযোগিতার হাত বাড়ান। তবে এই হাত বাড়ানোর অর্থ আর্থিক সহায়তা ভাবার কোনও কারণ নেই।

৪. চাপের মুখে শান্ত থাকাটা একটা গুণ। যা আর পাঁচজনের থেকে আলাদা করে তোলে আপনাকে। মনে রাখবেন, যে কোনও পরিস্থিতি শান্তভাবে সামাল দেওয়াই নেতার মূল গুণ।

৫. শেখার কোনও বয়স নেই। মানুষ প্রতিমুহূর্তেই শেখে। তাই শেখা বন্ধ করবেন। মাথায় রাখায় জীবনের প্রতিক্ষেত্রে যে কারও থেকেই শেখার থাকে। পাশাপাশি নিজের জ্ঞান ভাগ করে নিন অন্যের সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এককথার মানুষদের সকলেই পছন্দ করেন। প্রতিশ্রুতি দিলে তা পূরণ করা আবশ্যক। যা করতে পারবেন না, সেটা করার আশ্বাস দেবেন না।
  • যে কোনও সম্পর্কের মূল ভিত্তি হল কথা বলা। এর অর্থ শুধু নিজের কথা স্পষ্টভাবে জানানো নয়। বরং উলটো দিকের লোকের কথাটাও শোনা জরুরি।
  • সকলের প্রতি সহানুভূতিশীল হন। উলটোদিকের মানুষটা কেমন, তার অর্থনৈতিক পরিস্থিতি কেমন তা বিচার করতে যাবেন।
Advertisement