shono
Advertisement

গোয়ার বাগা বিচে যেতে চান? ভুলেও গুগল ম্যাপের সাহায্য নেবেন না

কেন জানেন? The post গোয়ার বাগা বিচে যেতে চান? ভুলেও গুগল ম্যাপের সাহায্য নেবেন না appeared first on Sangbad Pratidin.
Posted: 09:40 PM Feb 18, 2019Updated: 10:19 PM Feb 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও স্থানে রাস্তা খুঁজে না পেলে বা রাস্তা অজানা থাকলে, উপায় কী? প্রযুক্তির যুগে এক নিঃশ্বাসে উত্তরটা দেওয়া যায়৷ আর উত্তরটা হল, গুগল ম্যাপ৷ অনেকেরই বিশ্বাস বিশ্বের যেকোনও প্রান্তে, যেকোনও স্থানের খোঁজ বা দিক নির্দেশিকা পাওয়া যেতে পারে এই ম্যাপের সাহায্যে৷ কিন্তু গোয়ায় গিয়ে এই ম্যাপের উপর চোখ বন্ধ করে ভরসা করতে নিষেধ করছেন অনেক পর্যটক, এমনকী গোয়ার সাধারণ বাসিন্দারাও৷

Advertisement

[শহিদ পরিবারের জন্য অনুদানে উপচে পড়ল ‘ভারত কে বীর’ ওয়েবসাইট ]

সমগ্র দেশের ভ্রমণ প্রিয় মানুষের কাছে গোয়া একটা পছন্দের ট্র্যাভেল ডেস্টিনেশন৷ বিশেষ করে শীতকালে গোয়ায় উপচে পড়ে পর্যটকদের ভিড়৷ গোয়ায় গিয়ে বিভিন্ন বিচে ঘুরে বেরান তাঁরা৷ যার মধ্যে অন্যতম বাগা বিচ৷ কিন্তু এই বিচের সন্ধান পেতে নাকি একপ্রকার চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পর্যটকদের৷ কেমন সেই চ্যালেঞ্জ? অনেকে জানাচ্ছেন, গুগল ম্যাপের মাধ্যমে এই বিচের খোঁজ করতে গেল পড়তে হয় চরম অভিজ্ঞতার মুখে৷

[শহিদ পরিবারকে অর্থ সাহায্যের অভিনব উদ্যোগ জওয়ান পত্নীদের, সঙ্গী Paytm]

যাঁরা এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাঁরাই বলছেন গুগল ম্যাপের উপর ভরসা করে গোয়া সফরে বেরলে ফল হতে পারে মারাত্মক৷ বিশেষ করে কোনও পর্যটক যদি গোয়ার বাগা বিচের সঠিক অবস্থান গুগল ম্যাপে মাধ্যমে খুঁজতে চান, তবে নাকি তাঁর নাস্তানাবুদ অবস্থা হতে পারে৷ কেমন সেই অভিজ্ঞতা৷ তাঁরা বলছেন, গুগল ম্যাপে বাগা বিচ যে পথে দেখায়, সেই পথে মাইলের পর মাই হেঁটে গেলেও নাকি বিচের সন্ধান নাও পেতে পারেন একজন পর্যটক৷ তবে উপায়? উপায় খুব সহজ৷ চোখ রাখতে হবে চারপাশে৷ পর্যটকদের সাহায্য করতে এগিয়ে এসেছেন সেখানকার বাসিন্দারা৷ তাঁরা চারপাশে হোর্ডিং টাঙিয়ে রেখেছেন। যাতে বলা হয়েছে, গুগল ম্যাপে বাগা বিচের পথ নির্দেশিকায় ভুল রয়েছে৷ যে পথে বাগা বিচ যাওয়ার নির্দেশিকা দেওয়া রয়েছে, সেই পথে আসলে অন্য বিচের দিকে নিয়ে যায়। বাগা বিচের সন্ধান রয়েছে বাসিন্দাদের টাঙানো ওই হোর্ডিংয়েই৷

The post গোয়ার বাগা বিচে যেতে চান? ভুলেও গুগল ম্যাপের সাহায্য নেবেন না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement