shono
Advertisement

টবের দিন শেষ, নষ্ট হয়ে যাওয়া জিনসে তৈরি করুন বাগান

অভিনব এই পরিকল্পনা আপনার বাড়ির চেহারা বদলে দিতে বাধ্য৷ The post টবের দিন শেষ, নষ্ট হয়ে যাওয়া জিনসে তৈরি করুন বাগান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:15 PM Jan 24, 2019Updated: 07:15 PM Jan 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ অফিসের ব্যস্ততা৷ বাস-ট্রেনের ভিড় সামলাতে গিয়ে অনেক তরুণীরই রোজকার পোশাক মানে জিনস আর টপ৷ অথচ রোজ রোজ একই জিনস পরতে পরতে ক্লান্ত হওয়াই স্বাভাবিক৷ কিন্তু সাধের পুরনো জিনস ফেলে দিতেও পারছেন না, তাই তো? আবার ভাবছেন আলমারিতে জমিয়ে রাখা মানে জায়গা দখল ছাড়া আর কোনও কাজই নেই জিন্সগুলির৷ এতো ভাবনার দিন শেষ৷ পুরনো সাধের জিনসকে বরং অন্যরকমভাবে আজীবন রেখে দিন নিজের কাছে৷ টবের পরিবর্তে ওই জিনসেই লাগান গাছ৷ নিশ্চয়ই ভাবছেন জিনসের মধ্যে কীভাবে গাছ বসাবেন, তাই তো? জেনে নিন সেই পদ্ধতি৷

Advertisement

[শাস্ত্র মেনে ফ্ল্যাট হয়নি? তাহলে বস্তু সাজান বাস্তুমতে]

পুরনো একটি জিনস নিন৷ ওই জিনসটি প্রথমে উলটে নিন৷ জিনসের পিছনের পকেটের কাছে পর্যন্ত সেলাই করুন৷ ওই জায়গায় লাগান একটি কাপড় বা বাটি৷ বাটিটির নিচে একটি ছোট ছিদ্র থাকা প্রয়োজনীয়৷ এবার ওই এলাকার অর্ধেক পর্যন্ত মাটি দিন৷ সামান্য জলও দিতে পারেন আপনি৷ ওই মাটিতেই পুঁতে ফেলুন গাছের চারা৷ নিচের দিকে অবলম্বন হিসেবে ব্যবহার করুন লাঠি, বা রড জাতীয় কিছু। কিছুদিনের মধ্যেই দেখবেন মাটির টবের পরিবর্তে ব্যবহৃত পুরনো জিনসের ভিতর থেকে উঁকি দিচ্ছে গাছের চারা৷ সঠিক সময় গাছ বসালে এবং সামান্য পরিচর্যা করলে ফুলেরও দেখা মিলতে পারে৷

[সংসারে শান্তি বজায় রাখতে চাইলে কখনই এগুলি ঘরে রাখবেন না]

বড় বাড়ির ভাবনা এখন অতীত৷ ছোট্ট এক বা দু’কামরারই ফ্ল্যাটেই বাস অধিকাংশের৷ ইচ্ছা থাকলেও আলাদা করে বাগান তৈরি করা সম্ভব হয় না৷ তাই বাধ্য হয়ে ব্যালকনিতে টবে করেই গাছ বসান অনেকে৷ কিন্তু ভাবুন তো টবের পরিবর্তে জিনসের মধ্যে গাছ বসালে আপনার ছোট্ট বাড়ির রূপ বদলে যেতে পারে এক নিমেষেই৷ শুধু ব্যালকনিই নয়৷ ঘরে জানালা থেকেও ঝুলিয়ে দিতে পারেন এই জিনস-সহ গাছ৷ গৃহসজ্জার এমন অভিনব পরিকল্পনার জোরে আপনি প্রশংসা পেতেও বাধ্য৷ তাই আর ভাবনাচিন্তা না করে তাড়াতাড়ি আলমারি থেকে টেনে বের করুন পুরনো জিনস আর তাতেই লাগান গাছের চারা৷  

The post টবের দিন শেষ, নষ্ট হয়ে যাওয়া জিনসে তৈরি করুন বাগান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement