shono
Advertisement

OMG! এক বোতল জলের দাম ৬৫ লক্ষ টাকা, কিন্তু কেন?

জলের বোতলটিতেও রয়েছে চমক। The post OMG! এক বোতল জলের দাম ৬৫ লক্ষ টাকা, কিন্তু কেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:35 AM Oct 12, 2017Updated: 06:05 AM Oct 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলের আর এক নাম জীবন। মরুভূমির তৃষ্ণার্থ পথিকের কাছে হিরে-জহরতের চেয়েও মূল্যবান জল। তবে পর্যাপ্ত পরিমাণের থাকার দরুন বোতলের জলও তেমন মহার্ঘ্য নয়। কিন্তু জানলে চমকে উঠবেন, এক বোতল জলের দাম ৬৫ লক্ষ টাকা। এই জল বাজারে এনেছে মার্কিন সংস্থা ‘বেভারলি হিলস ড্রিংক’।

Advertisement

[OMG! দ্বিতীয় টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েও রেকর্ড গড়লেন কোহলি]

যদিও পানীয় জলের দাম তাকে মাপা যায়না। তবুও এক বোতল জল কিনতে এত টাকা খসবে! তা এই জলের বোতলের অবিশ্বাস্য দামের নেপথ্যে রয়েছে কিছু কারণ। যেমন, ৫ হাজার ফিট উঁচু দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ের চূড়া থেকে সংগ্রহ করা হয় এই জল। তারপর বোতলে করে বাজারে ছাড়া হয় সেই জল। বিপণনকারী সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জন গ্ল্যাকের দাবি, মুখে দিলেই সাধারণ জলের সঙ্গে এই জলের ফারাক স্পষ্ট হয়ে উঠবে। খনিজ সম্পন্ন এই জন অত্যন্ত পুষ্টিকর। এর স্বাদ রেশমের মতো মোলায়েম ও হালকা। শুধু তাই নয় ‘Beverley Hills 9OH2O’-এর বিশেষ ‘ডায়মন্ড এডিশন’ কিনলে গ্রাহকরা এক বছর বিনামূল্যে ওই পানীয় জল পাবেন।

তবে ওই মহার্ঘ্য জল ছাড়াও যে বোতলে তা রাখা হয় সেটিও বহুমূল্য। জানলে চমকে উঠবেন, বোতলটি তৈরি করেছেন এক বিশ্ববিখ্যাত মণিকার। বোতলটির ঢাকনা সোনা দিয়ে তৈরি। ওই ঢাকনায় রয়েছে প্রায় ৬০০টি সাদা হিরে ও ২৫০টি কালো হিরে। এক একটি বোতল তৈরি করতে প্রায় ১৪ ক্যারাট হিরে ব্যবহার করা হয়েছে। তবে যাঁরা ৬৫ লক্ষ টাকা খরচ করতে নারাজ তাঁদের জন্যও ব্যবস্থা রয়েছে। ৫০০ মিলি পানীয় জলের ব্যবস্থা করেছে ওই কোম্পানি। ওই বোতলপিছু দাম পড়বে ১০০ টাকা।

[নির্দিষ্ট স্টেশন পেরোলেই ট্রেন লক্ষ্য করে ঢিল-পাথর, আতঙ্কে যাত্রীরা]

The post OMG! এক বোতল জলের দাম ৬৫ লক্ষ টাকা, কিন্তু কেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার