সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্য়েই গরম পড়ে গিয়েছে। বাইরে থেকে ঘরে ফিরলেই একেবারে ঘাম ঘাম অবস্থা। রোদের তেজও বেশ প্রখর। তাই এসি চালু করার মতো অবস্থা। কিন্তু বহুদিন ধরে এসি তো বন্ধ। দুম করে চালিয়ে ফেলবেন না, বরং নজরে রাখুন এসব বিষয়।
১) বহুদিন এসি বন্ধ থাকার ফলে এসিতে ধুলো ময়লা জমতে পারে। তাই চালানোর আগে অবশ্য়ই ভাল করে পরিষ্কার করে নিন এসি। নাহলে হঠাৎ করে বিকল হতে পারে এসি।
২) নতুন করে এসি কিনতে হলে অবশ্য়ই ঘরের আয়তন বুঝে এসি কিনুন। না হলে এসির আয়ু বেশিদিন হবে না।
[আরও পড়ুন: আদা-রসুনের খোসা ছাড়াতে প্রচুর সময় লাগে? এই উপায়গুলিতে সহজেই কাজ হয়ে যাবে]
৩) শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগা বা বিস্ফোরণ ঘটার অন্যতম কারণ হল এসির গ্যাস লিক হওয়া। তাই বেশ কিছু দিন বন্ধ থাকার পর, আবার এসি চালাতে গেলে আগে গ্যাস লিক হচ্ছে কি না, সেটা ভাল করে যাচাই করে নিন।
৪) একটানা এসি চালানোর ফলে যন্ত্রটির উপর অতিরিক্ত চাপ পড়ে। সেখান থেকেও অনেক সময়ে দুর্ঘটনা ঘটে। তাই প্রথম চালু করার পরই একটানা বেশিক্ষণ এসি চালাবেন না।