shono
Advertisement

নতুন আসবাবে সংসার গুছিয়ে নিচ্ছেন? কম বাজেটেই মিলবে দারুণ সামগ্রী, রইল টিপস

বাজেট বুঝে পছন্দ করুন ছিমছাম অথচ সুন্দর আসবাব।
Posted: 06:04 PM Mar 19, 2023Updated: 06:07 PM Mar 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সংসার মানেই নিত্যনতুন সব কিছু। সে নতুন মানুষজনই হোক কিংবা নতুন সামগ্রী। আর কে না জানে ঘর গুছিয়ে তোলার জন্য সবচেয়ে আগে দরকার আসবাবপত্র (Furniture)? আসবাব যেমন প্রয়োজনীয় বিষয়, তেমনই তার সঙ্গে জড়িয়ে থাকে অন্দরসজ্জাও (Home decor)। তাই আসবাব কেনার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। কম বাজেটেও এখন ছোটখাটো, স্টাইলিশ আসবাব পাওয়া যায়। শুধু ভালভাবে দেখেশুনে কেনার পালা। আপনার নতুন বাড়ি সাজানোর জন্য রইল কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস।

Advertisement

প্রথমত, আসবাব কেনার ক্ষেত্রে আগে ঘরের আকার-আয়তন ভালভাবে দেখে নিন। ফ্ল্যাট (Flat) হলে একরকম আসবাব, আবার বাড়িতে লাগবে মানানসই ফার্নিচার। আবার ভাড়াবাড়ি হলে সেখানে দ্রুত, সহজে অদলবদল করা যায়, তেমন আসবাব কিনলেই ভাল। একটি খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আলনা বাড়িতে থাকা আবশ্যক। এছাড়া ডাইনিং টেবিল, টিভি ক্যাবিনেট, র‌্যাকও দরকার। তবে মনে রাখতে হবে, এসব জিনিস চিরকালীন নয়। একটা সময় পর বদলাতেই হবে। তা মাথায় রেখে কিনুন।

[আরও পড়ুন: ‘বাংলা ভাষা বিলুপ্তপ্রায়’, ইংরাজি মাধ্যম স্কুলে ছাঁটাইয়ের চিঠি শিক্ষিকাকে, তুঙ্গে বিতর্ক]

শোয়ার ঘর (Bed Room) ছোট হলে বক্সখাট কেনা সবচেয়ে বুদ্ধিমানের। তাহলে খাটের ভিতরের বাক্সে অনেক কিছু রাখা যাবে। তার পাশে লম্বাটে ড্রেসিং টেবিল। ঘরের অন্যদিকে আলমারি। ব্যস, ছিমছাম ভাবে শোয়ার ঘর সাজানোর কাজ শেষ। আলমারি কিনুন ঘরের জায়গা অনুযায়ী। কাঠের ভারী আলমারি ছাড়াও কিনতে পারেন হালকা স্টিল কিংবা ফাইবারের আলমারি। শুধু দেখে নিতে হবে পর্যাপ্ত তাক এবং লকার রয়েছে কিনা। তা কতটা সুরক্ষিত, সেটাও অবশ্যই দেখবেন আলমারি কেনার সময়। এ ধরনের আলমারি কিংবা ড্রেসিং টেবিলের দাম খুব বেশি হয় না।

বসার ঘরে (Drawing Room) বড় সোফাসেট, টিভি ক্যাবিনেট রাখলে সবচেয়ে সুন্দর লাগে। তবে জায়গা কম হলে বড সোফাসেটের বদলে রাখুন সেন্টার টেবিল আর সুন্দর ডিজাইনের হালকা কয়েকটি চেয়ার। দেওয়ালে টিভির তাক কিংবা শো-কেস সেট করে নিলে জায়গা বাঁচে অনেকটা। তাতে খরচও কমবে আর এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়াও সহজ হবে।

চেষ্টা করবেন প্রতি আসবাবের রং পৃথক রাখতে। একটি ঘরে তা বৈচিত্র্য আনে। কাঠ ছাড়াও আজকাল বোর্ড, স্টিল, অ্যালুমিনিয়াম আর প্লাস্টিকের তৈরি আসবাব পাওয়া যায়। সেগুলি হালকা, ছোট ঘরে মানিয়েও যায় বেশ। আর দামও তুলনামূলকভাবে কম। কেনার আগে বেশ কয়েকটি দোকানে রেইকি করে নিতে ভুলবেন না। এতে আপনার ধারণাও স্পষ্ট হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাজেটটাও একবার আরেকবার ঝালিয়ে নিতে পারবেন।

[আরও পড়ুন: আসানসোল কম্বল কাণ্ড: আদালতে নিজেই সওয়াল জিতেন্দ্রর, ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement