সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিওর সঙ্গে টেক্কা দিতে ফের আসরে নামল BSNL। গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে হাজির এই মোবাইল পরিষেবা সংস্থা। সবচেয়ে মজার বিষয় হল, আপনি ইন্টারনেট না ব্যবহার করলেও এই কোম্পানি ফ্রি ডেটা পরিষেবা দেবে। শুধু প্রয়োজন একটি স্মার্টফোন।
[Jio প্রাইম মেম্বারশিপ না নিলে ৩১ মার্চের পর কী হবে?]
ভাবছেন তো কীভাবে এটা সম্ভব? আপনার কাছে BSNL-এর জিএসএম সিম রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আপনি তা থেকে ইন্টারনেট ব্যবহার করেন না। হয়তো অন্য সিম থেকে করেন। এবার আপনার প্রিপেড জিএসএম সিমটি থাকলেই পাবেন ফ্রি ডেটা। তাও আবার প্রতিদিন ১ জিবি করে। দেশকে ডিজিটালে পরিণত করতে অভিনব উদ্যোগ নিয়েছে BSNL। স্মার্টফোন ইউজাররা যাতে আরও বেশি করে ইন্টারনেট ব্যবহার করেন, তার জন্যই এই পরিষেবা চালু হচ্ছে। সারা দেশে একই অফার দেবে সংস্থা। BSNL-এর ইন্টারনেট গ্রাহক সংখ্যা বাড়াতেই এই সুবিধা দেওয়া হবে।
[অনলাইনে সিনেমা দেখেন? ভোডাফোনের গ্রাহক হলে থাকল সুখবর]
চলতি মাসেই কোম্পানির তরফে আরেকটি নতুন অফারের কথা ঘোষণা করা হয়েছিল। যে প্ল্যান অনুযায়ী প্রতি মাসে ৩৩৯ টাকা ব্যায় করলে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। যা রিলায়েন্স জিওর নয়া অফারের তুলনায় প্রায় দ্বিগুণ লাভজনক। এছাড়া অন্য একটি ট্যারিফ প্ল্যানে দিন পিছু ৩০ জিবি ডেটা ও ২৫ মিনিট ফ্রি ভয়েস কল দিচ্ছে BSNL।
The post Jio-কে টেক্কা দিতে এবার বিনামূল্যে প্রতিদিন ১ জিবি ডেটা দেবে BSNL appeared first on Sangbad Pratidin.