shono
Advertisement
Durga puja interior

একটানা বৃষ্টিতে কাঠের আসবাবের হাল খারাপ! পুজোর আগে ফিরিয়ে আনুন জেল্লা, রইল টিপস

পুজোর আর মাত্র কয়েকদিন বাকি।
Published By: Akash MisraPosted: 08:03 PM Sep 27, 2024Updated: 08:03 PM Sep 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু একটানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা। এমনকী, ঘরের কাঠের আসবাবপত্রেরও হাল খারাপ। ফার্নিচারে ছত্রাক। ভাবছেন পুজোর আগে আসবাবের জেল্লা ফেরাবেন কীভাবে? ফার্নিচারের হাল ফেরাতে রইল সহজ টিপস।

Advertisement

দরজা বা জানালা থেকে আসবাব দূরে রাখুন। যেন বৃষ্টির জল বা জলের ফোঁটা এগুলিতে না এসে পড়ে।

কাঠের আসবাবে ছত্রাকের সমস্যা থেকে রেহাই দিতে পারে বার্নিশ। কাঠের কাজ যাঁরা করেন, তাঁদের দিয়ে বছর দু’বার বা অন্তত একবার কাঠের আসবাব বার্নিশ করিয়ে নিন। বিশেষ করে বর্ষার আগে বার্নিশ করালে আসবাব ভাল থাকবে। এটা নিয়মিত করলে কাঠের আসবাব বহুদিন চলবে।

কাঠের আসবাব কি মাটি ছুঁয়ে আছে? তা হলে সেখান থেকেও বাষ্প উপরে উঠে আসতে পারে। আসবাবের পায়াগুলির তলায় ধাতব কিছু রেখে দিন। দেখবেন এতে সমস্যা মিটবে।

আসবাবের উপর বর্ষাকালে বেশি ধুলো জমতে দেবেন না। ধুলো বাতাসের জলীয়বাষ্প টেনে আনে। তাই নিয়মিত কাঠের আসবাব পরিষ্কার করুন।

আসবাবের উপরের ধুলো পরিষ্কার করতে ভিজে কাপড় একেবারেই ব্যবহার করবেন না। তা হলে ছত্রাক দূর তো হবেই না, উলটে সমস্যা আরও বাড়বে।

বর্ষাকালে কাঠের আসবাবের পাল্লা আঁটোসাঁটো হয়ে গেলে তেল দেবেন না। তাতেও কাঠের ক্ষতি হয়। এই ধরনের সমস্যা দূর করতে স্প্রে মোম পাওয়া যায়। সেটা ব্যবহার করুন।
কাঠের আসবাব এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত রোদ আসে। সঙ্গে খেয়াল রাখবেন বৃষ্টির জল যেন কোনওভাবে কাঠের আসবাবের গায়ে না লাগে।

কোনও কারণে কাঠের আসবাবে জল পড়লে, সঙ্গে সঙ্গে মুছে নিন। কাঠের আসবাবে জল থেকে গেলে ছত্রাক জন্মানোর সুযোগ বেড়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোনও কারণে কাঠের আসবাবে জল পড়লে, সঙ্গে সঙ্গে মুছে নিন।
  • বর্ষাকালে কাঠের আসবাবের পাল্লা আঁটোসাঁটো হয়ে গেলে তেল দেবেন না।
Advertisement