shono
Advertisement

Breaking News

গ্যাঁটের কড়ি খরচ না করেই ৩ মাস ব্যবহার করতে পারবেন YouTube Premium! জানেন কীভাবে?

ব্যাপারটা কী?
Posted: 05:22 PM Jul 31, 2023Updated: 06:02 PM Jul 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে সকলেই ইউটিউব ব্যবহারে বেশ সড়গড়। কোথাও যাওয়ার পথে বা কাজের ফাঁকে, প্রায় সকলেই চোখ রাখেন ইউটিউবে। কেউ চটপট শিখে নেন রান্না। কেউ দেখে নেন পছন্দের সিনেমা। তবে ছোট থেকে বড় যাবতীয় বিষয়ে জানতে ইউটিউবের জুড়ি মেলা ভার। অনেকেই ইতিমধ্যেই ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছেন। অনেকেই আবার খরচের ভয়ে ওপথে হাঁটেন না। কিন্তু জানেন কিভাবে গ্যাঁটের কড়ি করচ না করেও ৩ মাসের জন্য পাবেন ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন? তার জন্য মাত্র কয়েকটা ধাপ ফলো করতে হবে ব্যবহারকারীদের।

Advertisement

প্রথমে ইউটিউব অ্যাপটি খুলতে হবে। এরপর প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। সেখানেই বেছে নিতে হবে ‘Get YouTube Premium’। এবার সিলেক্ট করুন ফ্রি ৩ মাসের অফার। এরপর ক্লিক করুন ৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশনে। সেখানে আপনার ব্যাংকের কিছু তথ্য দিতে হবে। এরপরই আপনি ৩ মাস বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। যার জন্য আপনাকে অর্থ ব্যায় করতে হবে না। তবে ৩ মাস হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল করতে হবে। অন্যথায় ব্যাংক থেকে কেটে নেবে টাকা। এই সাবস্ক্রিপশনের খরত ভারতে তিনমাসের জন্য ৩৯৯ টাকা।

[আরও পড়ুন: ঘাটালে CPM এজেন্টের রহস্যমৃত্যু, পাটখেতে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নেপথ্যে রাজনীতি?]

কী কী সুবিধা পাবেন? ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে অন্যান্য অডিও স্ট্রিমিং প্লাটফর্মের থেকে ভাল অভিজ্ঞতা হবে বলে দাবি। এতে যে শুধু ইউটিউব মিউজিক অ্যাপ পাবেন, তাই নয়। সেই সঙ্গে ইউটিউবে যাবতীয় কিছু দেখতে পাবেন বিজ্ঞাপন ছাড়াই।

[আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, মৎস্যজীবীদের উপকূলে যেতে নিষেধাজ্ঞা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement