shono
Advertisement

ব্যাঙ্কে আধার যুক্ত না হলে রান্নার গ্যাসে ভরতুকি নয়

১ জুলাই থেকে কেন্দ্রের এই নতুন নির্দেশ কার্যকর হওয়ার ফলে এ রাজ্যে প্রায় ২৪ লক্ষ গ্রাহক আর ভরতুকির টাকা তাঁদের অ্যাকাউন্টে পাবেন না৷ The post ব্যাঙ্কে আধার যুক্ত না হলে রান্নার গ্যাসে ভরতুকি নয় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:06 PM Jul 03, 2016Updated: 01:36 PM Jul 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার নম্বর না থাকলে চলতি মাস থেকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রান্নার গ্যাসের ভরতুকির টাকা মিলবে না৷ শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে এই নিয়ম কার্যকর করছে কেন্দ্র৷ তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাকে ৩০ জুন এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহকারী সচিব কে এম মহেশ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে গোটা দেশে বেশ কয়েক লক্ষ গ্রাহক সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ কারণ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে এখনও পর্যন্ত আধার নম্বর সংযুক্ত হয়নি৷ উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছিল সরকারি সুবিধা ও ভরতুকি দেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়৷ কিন্তু সুপ্রিম কোর্টের ওই নির্দেশকে পাশ কাটিয়ে চলতি বছরের বাজেট অধিবেশনে কেন্দ্র অর্থ বিল হিসাবে আধার বিল পাস করিয়ে তা আইনে পরিণত করে৷ ফলে আধার আইনি স্বীকৃতি পায়৷
তবে যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে এখনও পর্যন্ত আধার নম্বর সংযুক্ত হয়নি তাঁদের একটা শেষ সুযোগ দিচ্ছে কেন্দ্র৷ বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে৷ সেক্ষেত্রে মধ্যবর্তী সময়ে কোনও গ্রাহক যে ক’টি সিলিন্ডার বাজার দরে নিয়েছেন তার সবগুলির ভরতুকি বাবদ অর্থ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েবে৷ কিন্তু তার পরেও কোনও ব্যক্তি যদি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্ত না করেন সেক্ষেত্রে তিনি যতদিন পর্যন্ত না ওই কাজ করছেন ততদিন তাঁকে বাজারদরেই সিলিন্ডার কিনতে হবে৷ শুধু তাই নয়, সংশ্লিষ্ট সময়ের মধ্যে তিনি যে ক’টি সিলিন্ডার কিনবেন, সিলিন্ডারের সেই সংখ্যা বছরে ভরতুকিপ্রাপ্ত ১২টি সিলিন্ডারের কোটার মধ্যেই পড়বে৷ সোজা কথায় গ্রাহককে বাজারদরেই সিলিন্ডার কিনতে হবে৷ এমনকী, ভরতুকির কোটা থেকে সিলিন্ডারের সংখ্যাও কমে আসবে৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে অনেককে চাপে ফেলছে৷ বর্তমানে পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের ভরতুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান প্রায় এক কোটি গ্রাহক৷ এঁদের অনেকেরই এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্ত হয়নি৷ কিন্তু ১ জুলাই থেকে কেন্দ্রের এই নতুন নির্দেশ কার্যকর হওয়ার ফলে এ রাজ্যে প্রায় ২৪ লক্ষ গ্রাহক আর ভরতুকির টাকা তাঁদের অ্যাকাউন্টে পাবেন না৷
তবে কেন্দ্রের এই নির্দেশে স্বস্তিতে নেই এলপিজি ডিস্ট্রিবিউটর্সরা৷ অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের অতিরিক্ত সাধারণ সচিব বিজনবিহারী বিশ্বাস বলেছেন, “১ জুলাই থেকে যে এই নিয়ম চালু করা হবে গ্রাহকদের সেটা অনেক আগেই সরকারের জানানো উচিত ছিল৷ মাত্র একদিন আগে এই ভরতুকি বন্ধ করার এই নির্দেশ দেওয়া হল৷ আগামিকাল থেকে গ্রাহকদের ক্ষোভ তো আমাদেরই সামাল দিতে হবে৷”

Advertisement

The post ব্যাঙ্কে আধার যুক্ত না হলে রান্নার গ্যাসে ভরতুকি নয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement