সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। টরন্টোর বিরুদ্ধে পুরোনো জায়গায় ফের চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে (Lionel Messi)। প্রথমার্ধের ৩৭ মিনিটেই এলএম ১০ মাঠ ছাড়েন।
মেসি চোটের জন্য মাঠ ছাড়েন। সতীর্থ জর্ডি আলবাকেও চোটের জন্য উঠে যেতে হয়। মেসি ও আলবা চোট পেলেও জিততে সমস্যা হয়নি ইন্টার মায়ামির। রবার্তো টেলর জোড়া গোল করেন ম্যাচে। ইন্টার মায়ামি (Inter Miami) ৪-০ গোলে হারায় টরন্টোকে।
[আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল পুরুলিয়া, যোগাসন প্রতিযোগিতায় পদক জয়ী ৩ গৃহবধূ]
গত ম্যাচে আটলান্টার কাছে হেরে গিয়েছিল ইন্টার মায়ামি। ৩৭ মিনিটে উঠে যান মেসি। তাঁর পরিবর্তে মাঠে নামেন টেলর। তিনি জোড়া গোল করেন।
মেসি নিজে খেলেননি আটলান্টার বিরুদ্ধে। জর্ডি আলবাও খেলেননি সেই ম্যাচে। টরন্টোর বিরুদ্ধে ৩৩ মিনিটে আলবাও চোটের কবলে পড়ে মাঠ ছাড়েন।
মেসি ও আলবা উঠে গেলেও জিততে সমস্যা হয়নি মায়ামির। আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো ফ্যারিয়াস এগিয়ে দেন ইন্টার মায়ামিকে। বিরতির পরে দেখা গিয়েছে মায়ামিরই দাপট। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান টেলর।
৭০ মিনিটে বেঞ্জামিন ক্রামসি ৩-০ করেন। ৮৬ মিনিটে টেলর ৪-০ করেন। ম্যাচের সেরাও হন তিনি। ইন্টার মায়ামি বড় জয় পেলেও মেসি ও জর্ডি আলবার চোট কিন্তু চিন্তা বাড়িয়েছে জেরার্ডো মার্টিনোর।