shono
Advertisement

Breaking News

ভাষা সমস্যা মেটাতে ইংরেজি শিখছেন মেসি, শিক্ষক তাঁরই সতীর্থ

ফুটবল কেরিয়ারের বেশিরভাগ সময়ই স্পেনে কাটিয়েছেন মেসি।
Posted: 02:20 PM Aug 02, 2023Updated: 02:20 PM Aug 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল কেরিয়ারের বেশিরভাগ সময় লিও মেসি (Lionel Messi) কাটিয়েছেন স্পেনে। বার্সা ছেড়ে গিয়েছিলেন প্যারিসের ক্লাব প্যারিস সাঁ জাঁ-তেও। স্পেন এবং ফ্রান্সে ইংরেজির খুব দরকার পড়েনি মেসির। স্প্যানিশে কাজ চালিয়ে নিতেন আর্জেন্টাইন মহানায়ক। কিন্তু ২০২৩ সালে মেসি সই করেন ইন্টার মায়ামিতে (Inter Miami)।

Advertisement

সেখানে কিন্তু ভাষাগত সমস্যায় পড়তে হবে মেসিকে। সেটা বুঝতে পেরেই হয়তো মেসি ইংরেজি শিখছেন। ইন্টার মায়ামিতে সতীর্থ রব টেলরের কাছ থেকে ইংরেজি শিখছেন মেসি।

[আরও পড়ুন: আল-হিলালের পর এবার আসরে চেলসি, এমবাপের দলবদল নিয়ে তুঙ্গে জল্পনা]

 

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রব টেলর বলেছেন, ”আমি স্প্যানিশ শিখছি আর ও ইংরেজি শিখছে। যদিও ইংরেজিতে এখনও ততটা সড়গড় হয়নি মেসি। কিন্তু মাঠে নেমে বোঝাপড়ায় কোনও সমস্যা হচ্ছে না। ফুটবলের ভাষা সবাই বোঝে। আর তার মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করা যায়। একই ভাষায় কথা বলার দরকার পড়ে না সবসময়ে। একসঙ্গে ভাল খেলে গেলেই হয়। মেসি আমাকে ইংরেজিতে দু-চারটে কথা বলেছে। আমার মনে হয় ও ভালই ইংরেজি বলতে পারবে। আগামিদিনে মেসিকে ইংরেজিতে সাক্ষাৎকার দিতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।”

ইন্টার মায়ামিতে অভিষেক ম্যাচে নেমেই গোল করেন মেসি। দ্বিতীয় ম্যাচেও মেসি গোল করেন। তাঁকে ঘিরে স্বপ্ন দেখছেন সবাই। স্বপ্ন দেখছেন সতীর্থরাও। 

[আরও পড়ুন: ‘ন্যূনতম পরিষেবা দিতেও ব্যর্থ’, ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হার্দিক]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement