সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিও মেসির হাত ধরে ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটল। ট্রফি এল আর্জেন্টিনায়। চওড়া হাসি মারাদোনার দেশের ফুটবলপ্রেমীদের। তবে শুধু কোপার (Copa America 2021) ট্রফিই নয়, টুর্নামেন্টের সেরা তারকার পুরস্কারও হাতে তুললেন এলএম টেন (Lionel Messi)। সবচেয়ে বেশি গোল করার পুরস্কারও পেলেন মাঠে আগুন ঝরানো মহাতারকা। নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন দলের গোলকিপার মার্টিনেজও। এদিকে, কোচের ভরসা হারিয়ে দল থেকে বারবার বাদ পড়া ডি মারিয়ারও যেন পুনর্জন্ম হল কোপার ফাইনালে। তাঁর একমাত্র গোলেই মারাকানায় রচিত হল ইতিহাস। তাই যোগ্য হিসেবেই ফাইনালের সেরা ফুটবলারের সম্মান পেলেন তিনি।
[আরও পড়ুন: ফাইনালের ব্যর্থতায় কান্নায় ভেঙে পড়লেন নেইমার, সেলিব্রেশন ভুলে সান্ত্বনা দিলেন মেসি]
একনজরে দেখে নিন কোন দল পেল কত পুরস্কার অর্থ। কোন ফুটবলার পেলেন সেরার শিরোপা।
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা- ৬৫ লক্ষ ডলার
রানার্স-আপ: ব্রাজিল- ৩৫ লক্ষ ডলার
তৃতীয় স্থান: কলম্বিয়া- ৩০ লক্ষ ডলার
চতুর্থ স্থান: পেরু- ২৫ লক্ষ ডলার
কোয়ার্টার ফাইনাল: ইকুয়েডর, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে- ১৫ লক্ষ ডলার।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল
কোপা আমেরিকা ২০২১:
সোনার বুট (সর্বোচ্চ গোলদাতা): লিও মেসি
সোনার গ্লাভস (সেরা গোলকিপার): এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
সোনার বল (সেরা ফুটবলার): লিও মেসি
ফাইনালের সেরা তারকা: অ্যাঞ্জেল ডি মারিয়া
দলের পরিসংখ্যান
সর্বোচ্চ গোল: ব্রাজিল (১২)
সবচেয়ে কম গোল: ভেনিজুয়েলা (২)
সেরা রক্ষণ: ব্রাজিল (৩ গোল হজম)
সবচেয়ে খারাপ রক্ষণ: পেরু (১৪টি গোল হজম)
সর্বোচ্চ গোলদাতা: লিও মেসি ও লুই ডায়াস – ৪
সেরা প্লেমেকার: লিও মেসি- ৫ টি গোল অ্যাসিস্ট
সেরা গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)- ৪টি নিশ্চিত গোল আটকানো