shono
Advertisement

খুদে সফরসঙ্গী! ট্রেনে সুকান্ত মজুমদারকে দেখতে পেয়েই ছুটে গেল ছোট্ট মেয়ে

খুদের আবদারে অটোগ্রাফও দিলেন বিজেপি রাজ্য সভাপতি।
Posted: 02:45 PM May 31, 2023Updated: 03:54 PM May 31, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজনীতির আঙিনায় দক্ষ, যোগ্য নেতা হওয়া এক বিষয়। আর জনপ্রিয় রাজনীতিক হওয়া আরেক ফ্যাক্টর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) প্রথমটিতে হয়ত যথাযোগ্য। তবে দ্বিতীয়টিতে তাঁর পারফরম্যান্স কিন্তু তেমন ভাল নয়। বর্তমানে বঙ্গে গেরুয়া ব্রিগেডের প্রধান হিসেবেই যা পরিচিতি তাঁর। অথচ এহেন নেতাকে দিব্যি চিনে ফেলল এক খুদে! তাও আবার ট্রেন সফরে। কলকাতাগামী পদাতিক এক্সপ্রেসে সুকান্ত মজুমদারকে দেখে ছুটে গেল ছোট্ট মেয়ে, চাইল অটোগ্রাফ। খুদে সহযাত্রীকে দেখে মহা খুশি বটানির অধ্যাপকও। রাজনীতিকের (Politician) স্বভাবসুলভ গাম্ভীর্য ছেড়ে তিনিও বেশ মেতে গেলেন ছোট্ট সফরসঙ্গীর সঙ্গে।

Advertisement

মঙ্গলবার উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। কোচবিহারে দলের কাজ সেরে রাতের পদাতিক এক্সপ্রেস (Padatik Express) ধরে তিনি ফিরছিলেন। গন্তব্য কলকাতা। বুধবার সল্টলেকের দলীয় কার্যালয় রয়েছে সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য সুকান্ত মজুমদার রাতের ট্রেন ধরেছিলেন, যাতে সময়ের মধ্যে এসে পৌঁছতে পারেন সল্টলেকে (Salt Lake)।

[আরও পড়ুন: বাংলার নিয়োগ দুর্নীতির আঁচ উত্তরাখণ্ডের পাহাড় চূড়ায়, পোস্টারে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের]

সেই ট্রেনেই এক খুদে তাঁকে দেখতে পেয়ে ছুটে যায়। নিরাপত্তারক্ষীরা বারণ করলে সুকান্ত মজুমদার নিজেই ডেকে নেন ছোট্ট মেয়েকে। মেয়েটি আবদার জানায়, একটা সই চাই। সঙ্গে সঙ্গে তাকে পাশে বসিয়ে খাতা-কলম নিয়ে অটোগ্রাফ (Autograph) দিলেন বিজেপির রাজ্য সভাপতি। শুধু তাই নয়, খুদে সফরসঙ্গীর সঙ্গে কথা বলতে বলতে গেলেন তিনি। তুললেন বেশ কয়েকটি ছবিও। অসমবয়সী ক্ষণিকের বন্ধুত্বে খুব খুশি দু’জনেই।

[আরও পড়ুন: স্ক্রিন শেয়ার থেকে নাম, নম্বর লুকিয়ে ফেলা! WhatsApp আনছে নতুন ফিচার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement