সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নয়া অভিযোগে বিদ্ধ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বিজেপির দাবি, প্রচারে সরকারি স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করছেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ। তাঁর বিরুদ্ধে 'প্রমাণ-সহ' নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি।
শুক্রবার তৃণমূল প্রার্থী হিসাবে কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন দিয়েছেন মহুয়া। বিজেপির অভিযোগ, মনোনয়ন দিয়ে ফেরার পথে মহুয়া যে গাড়িটি ব্যবহার করেছেন সেটিতে রাজ্য সরকারের স্টিকার লাগানো ছিল। শুধু তাই নয়, নদিয়া জেলা পরিষদের সভাধিপতিকেও দেখা গিয়েছে মহুয়ার সঙ্গে। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদারের প্রশ্ন, "এক জন বহিষ্কৃত সাংসদ, যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি কী ভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন। রাজ্য প্রশাসনই বা কী ভাবে তাঁকে এই সুযোগ করে দিচ্ছে?"
[আরও পড়ুন: নারিন কিংবদন্তি হবেন, মাত্র কয়েকটা বল খেলেই বুঝেছিলেন গম্ভীর]
এ ব্যাপারে ই-মেল মারফৎ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। শুধু অভিযোগ দায়ের নয়, প্রমাণ হিসাবে ভিডিও এবং ছবিও জমা করা হয়েছে। বিজেপির দাবি, সরকারি স্টিকার দেওয়া গাড়িতে মহুয়ার ওঠা থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীরের গাড়িতে বসে থাকা, সব ভিডিও তাঁরা কমিশনে জমা দিয়েছেন। কমিশন এ ব্যাপারে তদন্তও শুরু করেছে।
[আরও পড়ুন: ‘বিশ্বকাপে খেলতে চাই’, নাইটদের বিরুদ্ধে নামার আগে প্রত্যয়ী কার্তিক]
ভোটের মুখে এমনিতেই নানাবিধ বিতর্কে জর্জরিত কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। টাকার বদলে প্রশ্ন মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি এবং সিবিআই। এমনকী বিদেশি মুদ্রা বেনিয়ম আইনেও তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যেই নিত্যদিন বিতর্কে জড়াচ্ছেন তিনি।