shono
Advertisement

Breaking News

লোকসভায় দুই কেন্দ্রে লড়বেন মোদি! বারাণসীর পাশে কোন আসন নিয়ে চর্চা?

মার্চের শুরুতেই ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করতে পারে গেরুয়া শিবির।
Posted: 09:31 AM Feb 25, 2024Updated: 09:31 AM Feb 25, 2024

বুদ্ধদেব সেনগুপ্ত: শুধু বারাণসী নয়, এবার লোকসভা নির্বাচনে দুই আসন থেকে প্রার্থী হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দ্বিতীয় আসনটি সম্ভবত দক্ষিণ ভারতের কোনও রাজ্যের। উত্তর ও পশ্চিম ভারতে দল ছুটছে অশ্বমেধের ঘোড়ার মতোই। পূর্ব ভারতেও ধীরে ধীরে শক্তি বাড়ছে বিজেপির। চিন্তা শুধু দক্ষিণে। এবারের লোকসভায় (Lok Sabha 2024) জোট হিসাবে ৪০০ আসন পেরোনোর টার্গেট নিয়েছে গেরুয়া শিবির। সেই লক্ষ্য পূরণ করতে হলে দক্ষিণ ভারতে ভালো ফল করতেই হবে বিজেপিকে। সেই লক্ষ্যেই দক্ষিণে প্রার্থী হতে পারেন মোদি।

Advertisement

আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। সেই তালিকায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে দক্ষিণ ভারতের পাঁচ রাজ্য নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। এই পাঁচ রাজ্যের মানুষদের আস্থা অর্জনে বড় পদক্ষেপের পথে পদ্মশিবির। তামিলনাড়ু অথবা কর্নাটকের (Karnataka) কোনও একটি আসন থেকেও প্রার্থী হতে পারেন নরেন্দ্র মোদি। সেক্ষেত্রে রামেশ্বরম আসনটিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে সূত্রের খবর। দক্ষিণ ভারতে দলের পায়ের তলার মাটি শক্ত করতেই গেরুয়া শিবিরের এই কৌশল বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা।

[আরও পড়ুন: ‘শেখ শাহজাহানের চামড়া, গুটিয়ে দেব আমরা’, বিজেপির স্লোগানের পালটা দিল তৃণমূল]

বিরোধী শিবিরে যখন আসনরফা নিয়ে কথা চলছে তখন আসন ধরে ধরে প্রার্থীদের নাম চূড়ান্ত করার পথে গেরুয়া শিবির। প্রথমেই অবশ্য বিরোধীদের দখলে থাকা আসনগুলিতে প্রার্থী চূড়ান্ত করছে বিজেপি। এদিন বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানার নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, আগামী ২৯ ফেব্রুয়ারি বিজেপির (BJP) কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। তারপরই ১৫০ আসনের প্রার্থী ঘোষণা করে ফেলতে পারে বিজেপি।

[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]

মাস ঘুরলেই লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন (Election Commission)। এবারে দল হিসাবে ৩৭০ আসনে পৌঁছানোর টার্গেট নিয়েছে বিজেপি (BJP)। আর জোট হিসাবে এনডিএর খাতায় বিজেপি চাইছে ৪০০ আসন। অর্থাৎ বর্তমান লোকসভায় এনডিএ-র যা শক্তি, তার চেয়ে অন্তত ৭০টি আসন বেশি চাইছেন মোদি-শাহরা। সেকারণেই দক্ষিণে বাড়তি নজর গেরুয়া শিবিরের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement