সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুথের ভেতর ঢুকে পর পর বিজেপিকে ভোট। দফায় দফায় ৮টি ভোট বিজেপির ঝুলিতে দিয়ে অবশেষে থামল যুবক। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবকের এমন কীর্তি। যার জেরে নিরপেক্ষ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিডিওকে হাতিয়ার করে এক্স হ্যান্ডেলে সরব হয়ে উঠলেন সপা প্রধান অখিলেশ যাদব। নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন, অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ভোট চলাকালীন এক যুবক দফায় দফায় ভোট কেন্দ্রে আসছেন এবং বিজেপিকে (BJP) ভোট দিচ্ছে। একবার নয় পর পর ৮ বার এই কাণ্ড করেন তিনি। এমনকী বিজেপিকে ভোট দেওয়ার সেই ভিডিও ক্যামেরাবন্দি করেন নিজেই। প্রতি বার ভোট দেওয়ার পর নিজেই জানাচ্ছেন কতবার ভোট দিচ্ছেন তিনি। ভিডিওতে ওই যুবককে দেখা যাচ্ছে, ভোট কেন্দ্রে আসার সময় জামা বদলে আসছেন তিনি যাতে আধিকারিকরা তাঁকে চিনতে না পারেন।
[আরও পড়ুন: ‘চ্যালেঞ্জের মুখে ব্র্যান্ড মোদি’, লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের]
দেশজুড়ে নির্বাচন চলাকালীন স্বাভাবিকভাবেই এই ভিডিও ব্যাপক বিতর্ক তৈরি করে। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও তুলে ধরে অখিলেশ যাদব (Akhilesh Yadav) লেখেন, 'যদি নির্বাচন কমিশনের (Election Commission) আধিকারিকদের মনে হয় এই ঘটনা সঠিক নয়, তবে অবশ্যই যেন তাঁরা উপযুক্ত পদক্ষেপ নেয়। অন্যথায়...' পাশাপাশি বিজেপিকে তোপ দেগে তিনি লেখেন, 'বিজেপির বুথ কমিটি আসলে লুট কমিটি।'
[আরও পড়ুন: বড় পরিবার, সদস্য সংখ্যা কমাতে ২ সৎ বোনকে ‘খুন’ নাবালিকা দিদির!]
জানা যাচ্ছে, অখিলেশ যাদব নিজে এক্স হ্যান্ডেলে মাত্র ১৭ সেকেন্ডের ভিডিও শেয়ার করলেও, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ২ মিনিট ১৯ সেকেন্ডের। যেখানে দফায় দফায় একাধিক ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা গিয়েছে ওই যুবককে। এবং সেই ভোট দানের প্রক্রিয়া ক্যামেরা বন্দি করার পাশাপাশি ভিডিওতে ওই যুবক নিজেই জানিয়েছেন কার কার নামে বিজেপিকে ভোট দিয়েছেন তিনি।