shono
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

চোখ ধাঁধানো গাড়ি, বিলাসবহুল বাড়ি, বিজেপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে  

কত কোটি টাকার সম্পত্তির মালিক তেলেঙ্গানার গেরুয়া নেত্রী?
Posted: 04:44 PM Apr 25, 2024Updated: 05:57 PM Apr 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতি দেশসেবা নয়, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা পেশা। এই ২০২৪ সালে এসে সেকথা আর বলে দিতে হয় না। মনোনয়নপত্রে উল্লেখ করা বিভিন্ন দলের নেতাদের গাড়ি-বাড়ি-সোনাদানা-টাকাকড়ির হিসেব তাই আজকের দিনে কৌতূহলের বিষয়। ছাপোষা সেই কৌতূহলীদের চমকে দিলেন হায়দরাবাদের বিজেপি (BJP) প্রার্থী কোমপেল্লা মাধবী লতা (Kompella Madhavi Latha)। তেলেঙ্গানার (Telengana) সবচেয়ে ধনী প্রার্থীর পারিবারিক সম্পত্তির পরিমাণ জেনে চক্ষু ছানাবড়া সকলের। কত টাকার মালিক তিনি?

Advertisement

মাধবী লতা এবং তাঁর স্বামী কোমপেল্লা বিশ্বনাথ পেশায় ব্যবসায়ী। তাঁদের তিন সন্তান রয়েছে। বুধবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্রে দাখিল করেছেন গেরুয়া নেত্রী। সেখানে জানিয়েছেন, তাঁর পারিবারিক সম্পত্তির মোট পরিমাণ ২২১ কোটি ৩৭ লক্ষ টাকা। দম্পতির অস্থাবর সম্পত্তি রয়েছে ১৬৫ কোটি ৪৬ লক্ষ টাকার। স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫ কোটি ৯১ লক্ষ টাকা। মাধবী লতার একার অস্থাবর সম্পত্তি ৩১ কোটি ৩১ লক্ষ টাকা। এর মধ্যে বিনিয়োগের পরিমাণ ২৫ কোটি ২০ লক্ষ টাকা। সংস্থা ভিরিঞ্চি লিমিডেটে বিনিয়োগ করেছেন ৭ কোটি ৮০ লক্ষ টাকা। এছাড়াও ৩ কোটি ৭৮ লক্ষ টাকার গয়না রয়েছে নেত্রীর।

 

[আরও পড়ুন: ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সংরক্ষণ তুলে দেবে বিজেপি, চাঞ্চল্যকর দাবি এই নেতার

অন্যদিকে মাধবী লতার স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৮ কোটি ৩১ লক্ষ টাকা। সংস্থা ভিরিঞ্চি লিমিটেডে বিনিয়োগের পরিমাণ ৫২ কোটি ৩৬ লক্ষ টাকা। এছাড়াও তিন সন্তানের নামে রয়েছে ৪৫ কোটি টাকার সম্পত্তি। বিজেপি নেত্রীর আরও ৬.৩২ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। পাশাপাশি স্বামীর অস্থাবর সম্পত্তি ৪৯.৫৯ কোটি। সম্পত্তির এই হিসেবের মধ্যে রয়েছে অকৃষি জমি, বিলাসবহুল বাড়ি এবং বাণিজ্য ভবন, চোখ ধাঁধানো গাড়ি। মাধবী লতার বাজারে দেনা রয়েছে ৯০ লক্ষ টাকার। অন্যদিকে নেত্রীর স্বামীর দেনার পরিমাণ ২৬ কোটি ১৩ লক্ষ টাকা।

 

[আরও পড়ুন: ‘পাঁচ বস্তা টাকা এনে বিহারে ভোট কিনছেন নাড্ডা’, বিস্ফোরক তেজস্বী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement