সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৪৯ লোকসভা আসনে শুরু হয়েছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। তবে এর মাঝে বাড়তি নজর উত্তরপ্রদেশের দুই কেন্দ্র আমেঠি ও রায়বরেলি। এদিন সকাল সকাল গৌরিগঞ্জে নিজের গ্রামে গিয়ে ভোট দেন আমেঠি কেন্দ্রের প্রার্থী স্মৃতি ইরানি। সাধারণ ভোটারদের মতোই তাঁকে দেখা যায় ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে। পাশাপাশি ভোটের লাইনে বয়স্কদের আগে ভোট দেওয়ার সুযোগ করে দেন তিনি। অন্যদিকে, ভোটের আগে আমেঠি ও রায়বরেলির জনতার উদ্দেশে বার্তা দিতে দেখা গেল আমেঠির প্রার্থী রাহুল গান্ধীকে।
সোমবার নিজের কেন্দ্রে ভোট দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি (Smriti Irani) বলেন, 'আমার সৌভাগ্য যে আমি আমার গ্রাম গৌরীগঞ্জে নিজের ভোটকেন্দ্রে বিকশিত ভারতের সংকল্প নিয়ে ভোট দিয়েছি। আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি সকলে ভোট দানে এগিয়ে আসুন। দেশকে এগিয়ে নিয়ে যেতে ভোট দান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।'
[আরও পড়ুন: আটবার পদ্মে ভোট! অখিলেশ ‘ছাপ্পা’র ভিডিও প্রকাশ্য়ে আনতেই গ্রেপ্তার যুবক]
সোমবার এক্স হ্যান্ডেলে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) লেখেন, 'আজ পঞ্চম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha election 2024)। আগের ৪টি দফায় স্পষ্ট হয়ে গিয়েছে দেশবাসী সংবিধান ও দেশের গণতন্ত্র রক্ষার্থে বিজেপিকে হারাতে রুখে দাঁড়িয়েছে। ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ফুঁসতে থাকা দেশ এবার উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছে। যুব সমাজ চাকরির জন্য, কৃষক এমএসপি ও কৃষি ঋণ মুকুব, মহিলারা স্বনির্ভরতা ও নিরাপত্তার, শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরির দাবিতে ভোট দিচ্ছেন। দেশের জনতা ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে। পরিবর্তনের ঝড় বইছে দেশে।' একইসঙ্গে তিনি লেখেন, 'আমি আমেঠি এবং রায়বেরেলি-সহ সমগ্র দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, বেরিয়ে আসুন এবং আপনার পরিবারের সমৃদ্ধির স্বার্থে, আপনার নিজের অধিকারের স্বার্থে, ভারতের অগ্রগতির জন্য ভোট দিন।'
[আরও পড়ুন: ‘মোদির আত্মবিশ্বাসে চিড় ধরেছে’, মহারাষ্ট্রে ৫০ শতাংশ আসনে জয়ের বার্তা পওয়ারের]
প্রসঙ্গত, পঞ্চমদফায় উত্তরপ্রদেশের ১৪টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এই তালিকায় উত্তরপ্রদেশের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র রায়বরেলি ও আমেঠি। এবার রায়বরেলি থেকে লড়ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। ভোট রয়েছে অমেঠিতেও। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই কেন্দ্রের প্রার্থী। কংগ্রেসের প্রার্থী এখানে কিশোরীলাল শর্মা।