দেশে বিজেপি ফের ক্ষমতায় আসবে? নাকি পরিবর্তন? কোন তারকা প্রার্থী হাসবেন জয়ের হাসি? চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য জানতে নজর রাখুন লাইভ আপডেটে।
রাত ৮.৪৪: বিজেপির সদর দপ্তর থেকে 'জয় জগন্নাথ' স্লোগান তুললেন প্রধানমন্ত্রী।
রাত ৮.৩৭: আপনাদের ভালোবাসা, আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই: মোদি।
রাত ৮.৩৪: নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন, সঙ্গে ভারতের অর্থনীতিও তৃতীয় স্থানে উঠে আসবে: নাড্ডা।
রাত ৮.২৭: আমরা বাংলায় ৩ থেকে ৭৭ আসনে পৌঁছিয়েছি। তাও বলা হয় আমরা হেরে গিয়েছি। আমাদের ভোটের শতাংশের হিসাব হয় না: নাড্ডা।
রাত ৮.২৭: আমরা ওড়িশার সাধারণ মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে : নাড্ডা
রাত ৮.২৫: এনডিএ গঠনের পর, মোদিজির নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে।যা ঐতিহাসিক: নাড্ডা
রাত ৮.১৯: বিজেপির সদর দপ্তরে মোদি সঙ্গে রাজনাথ, নাড্ডা। দেবেন দলীয় কর্মীদের বার্তা।
সন্ধ্যা ০৭.৫০: আমেঠী লোকসভায় জয়ী হয়েছেন কংগ্রেসের প্রার্থী কিশোরীলাল শর্মা। জয়ের শংসাপত্র নিতে দেখা গেল তাঁকে।
সন্ধ্যা ০৭.৪৪: ১০ হাজার ভোটে জয়ী হলেন মিরাটের বিজেপি প্রার্থী অরুণ গোভিল।
সন্ধ্যা ৭.২৯: তৃতীয়বার এনডিএকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য জনগণকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট মোদির।
সন্ধ্য়া ৭.১৭: পাঞ্জাবের ভাথিন্দা লোকসভা থেকে জয় পেলেন শিরোমণি আকালি দলের (এসএডি) প্রার্থী হরসিমরত কৌর বাদল।
সন্ধ্যা ৭.০৭: লোকসভা নির্বাচনে পঞ্চমবার জয় পেয়েছেন এআইএমআইএম প্রধান ওয়েইসি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, " এআইএমআইএমকে এই ঐতিহাসিক সাফল্য দেওয়ার জন্য আমি জনগণকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটার ও মহিলাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি।"
সন্ধ্য়া ৬.৫৬: জয়ের পর বিহারের পাটলিপুত্র লোকসভা কেন্দ্রের প্রার্থী মিসা ভারতী সাংবাদিক বৈঠকে বলেন, "১৭ মাস ধরে তেজস্বী যা করেছে মানুষ তাঁর উপর বিশ্বাস দেখিয়েছে। ইন্ডিয়া জোট সরকার গঠন করবে। আমরা আমাদের সব প্রতিশ্রুতি পালন করব।"
সন্ধ্যা ৬. ৪৫: নরেন্দ্র মোদির জয় উদযাপন করছেন উত্তরপ্রদেশের বিজেপি কর্মীরা।
সন্ধ্যা ৬.২৭: আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠকে যেতে পারবেন না জানালেন মমতা। বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা বললেন তিনি।
সন্ধ্যা ৬.২৩: সাংবাদিক বৈঠক করছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সন্ধ্য়া ৬.২০: আমরা এখন কিছুই বলব না। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হতে পারে: রাহুল গান্ধী।
সন্ধ্য়া ৬.১৮: আগামীকাল ইন্ডিয়া জোটের প্রত্যেক দলের সঙ্গে বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে: রাহুল গান্ধী।
সন্ধ্যা ৬.০৯: দেশের পিছিয়ে পড়া গরিব মানুষরা দেশের সংবিধানকে রক্ষা করেছে: রাহুল গান্ধী।
সন্ধ্যা ৬.০৭: আমাদের এই লড়াই ছিল সংবিধানকে বাঁচানোর লড়াই: রাহুল গান্ধী।
বিকেল ৫.৫৫: বেকারত্ব ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রায় দিয়েছে জনতা:খাড়গে
বিকেল ৫.৫৪: এই লোকসভা ভোটে কোনও দলকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি:খাড়গে
বিকেল ৫.৫৩: সাংবাদিক সম্মেলন করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী।
বিকেল ৫.৪২: নয়া দিল্লি লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেন বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ।
বিকেল ৫.৩৪: রাজস্থানের বিকানের লোকসভা আসন থেকে জয়লাভ করলেন বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল।
বিকেল ৫.১৯: কোটা লোকসভা আসন থেকে জয় পেয়েছেন ওম বিড়লা।
বিকেল ৫.১২: হিমাচলের মাণ্ডি লোকসভায় কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং শুভেচ্ছা জানালেন কঙ্গনা রানাউতকে। সঙ্গে তাঁকে যাঁরা ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানালেন বিক্রমাদিত্য।
বিকেল ৫.০৭: ৯ হাজার ৫৭৩ ভোটে এগিয়ে রয়েছেন মিরাটের বিজেপি প্রার্থী অরুণ গোভিল।
বিকেল ৪.৫৯: ওড়িশায় অবিশ্বাস্য় ফল বিজেপির। ২১ টি লোকসভার মধ্যে ১৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ভুবনেশ্বরে রাজ্য বিজেপির দপ্তরে উচ্ছ্বাস কর্মীদের।
বিকেল ৪.৫১: ২৪৪ টি আসনে এগিয়ে বিজেপি। দিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে উচ্ছ্বাস গেরুয়া কর্মী-সর্মথকদের।
বিকেল ৪.৩৫: ওয়ানড় থেকে জিতলেন রাহুল গান্ধী।
বিকেল ৪.১৯: বারাণসী কেন্দ্রে জয়লাভ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় দেড় লাখ ভোটে জিতলেন তিনি।
বেলা ৩.৪৭: তিরুঅনন্তপুরম কেন্দ্র থেকে জয়ী কংগ্রেস প্রার্থী শশী থারুর। 'দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত আমাকে বেছে নেওয়ায় সকলকে ধন্যবাদ', বার্তা শশীর।
বেলা ৩.২৭: আশানুরূপ ফল নয়, বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে জরুরি বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, বি এল সন্তোষ।
বেলা ৩.১১: হিমাচলের মাণ্ডি লোকসভা থেকে জয়ী হলেন কঙ্গনা রানাউত।
বেলা ৩.০৫: তিরুঅনন্তপুরম লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী শশী থারুর ১৪ হাজার ৯২৬ ভোটে এগিয়ে।
বেলা ২.৫৯: রায়বরেলি থেকে ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী
বেলা ২.৪০: "হাসান লোকসভা কেন্দ্র ছাড়া আমরা প্রত্যাশিত ফলাফল পেয়েছি" বললেন জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী।
বেলা ২.৩০: রাজস্থানের ২৫টি আসনের মধ্যে ১৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। রাজস্থানের বিজেপি সভাপতি সিপি যোশী বলেন, "নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা তৃতীয়বার সরকার গঠন করতে চলেছি।"
বেলা ২.১৫: পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিং চান্নি, জলন্ধর লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন। তিনি বিজেপি প্রার্থী সুশীল কুমারকে ১ লক্ষ ৭৫ হাজার ৯৯৩ ভোটে হারিয়েছেন।
বেলা ২.০৯: হিমাচল প্রদেশের হামিরপুর লোকসভা কেন্দ্রে অনুরাগ ঠাকুরের জয়ের বিষয়ে এক প্রকার নিশ্চিত মনে করে বিজয় উৎসব শুরু করলেন সর্মথকরা। ১ লক্ষ ৭৩ হাজার ৪৬১ ভোটে এগিয়ে রয়েছেন অনুরাগ।
বেলা ০২.০৩: তিরুঅনন্তপুরম লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী শশী থারুর ৩,৯৪৭ ভোটে এগিয়ে।
বেলা ১.৪৫: ইলেকশন কমিশনের ট্রেন্ড অনুসারে, এনডিএ জোট ৩০০ আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট ২২৫ আসনে এগিয়ে রয়েছে।
বেলা ১.৪২:বারামুলা লোকসভা কেন্দ্র থেকে পরাস্ত ওমর আবদুল্লা।
বেলা ১.২২:জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী মান্ডা আসন থেকে আড়াই লাখ ভোটে জিতেছেন।
বেলা ১.২০: কর্ণাটকের হাসান কেন্দ্র থেকে হেরে গেলেন প্রজ্জ্বল রেভান্না।
বেলা ১.১৩: ফৈজাবাদে এগিয়ে ইন্ডিয়া জোট।
বেলা ১.০৮: লখনউ লোকসভা থেকে ১৭,৪২০ ভোটে এগিয়ে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
বেলা ১.০৩: মিরাট পিছিয়ে রয়েছেন অরুণ গোভিল।
বেলা ১২:৫৮: কাশ্মীরের বারামুলা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। পিছিয়ে রয়েছেন আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও।
বেলা ১২:৪৭: আজাদ সমাজ পার্টির প্রার্থী চন্দ্রশেখর আজাদ নাগিনা লোকসভা থেকে ৬৫ হাজার ৭৬৮ ভোটে এগিয়ে রয়েছেন।
বেলা ১২:৪৩: পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে ৫ লক্ষ ৭০ হাজার ৭১ ভোটে এগিয়ে রয়েছেন বিপ্লবকুমার দেব।
বেলা ১২.৩১: জায়ান্ট স্ক্রিনে মমতার ছবি ভেসে উঠতেই হাততালির ঝড় কংগ্রেসের সদর দপ্তরে। উঠল 'দিদি, দিদি' স্লোগান।
বেলা ১২.২২: জয়ী হলেন অমিত শাহ। ৫ লক্ষ ২৬ হাজার ভোটে জয়লাভ করলেন মোদির ডানহাত।
বেলা ১২.০১: বেলা ১২টা পর্যন্ত বিজেপির প্রাপ্ত ভোট ৩৯.১৩ শতাংশ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ২৫. ৫৭ শতাংশ।সমাজবাদী পার্টি ৩.৭৯ শতাংশ। AITC পেয়েছে ২.৪৪ শতাংশ।
সকাল ১১.৫৫: ওয়ানড় আসনে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে রাহুল গান্ধী।
সকাল ১১.৩৭: প্রায় ৪২ হাজার ভোটে অসমের আসনে এগিয়ে গৌরব গগৈ।
সকাল ১১.৩৫: মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ১১ টিতে এগিয়ে বিজেপি। ১১টিতে এগিয়ে কংগ্রেস।
সকাল ১১.৩১: ৭০ হাজারের বেশি ভোটে এগিয়ে পীয়ুষ গোয়েল।
সকাল ১১.২২: মহারাষ্ট্রের নাগপুর আসনে ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি।
সকাল ১১.১৬: হায়দরাবাদ আসনে ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েসি।
সকাল ১১.১০: আমেঠি আসনে ২৪ হাজারের বেশি ভোটে পিছিয়ে স্মৃতি ইরানি।
সকাল ১১.০৪: অন্ধ্রপ্রদেশের ১৭৫টি আসনের মধ্যে ৯৮টিতে এগিয়ে টিডিপি।
সকাল ১১.০৩: কনৌজ আসনে পিছিয়ে অখিলেশ যাদব।
সকাল ১০.৫১: হিমাচলের হামিরপুর আসনে ৬৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপির অনুরাগ ঠাকুর।
সকাল ১১.৪৯: ১৯ হাজারের বেশি ভোটে পিছিয়ে আমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।
সকাল ১০. ৪৭: উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৫টিতে এগিয়ে বিজেপি । ৩৪ টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি।
সকাল ১০.৩২: উত্তরপ্রদেশের খেরি আসনে পিছিয়ে পড়লেন বিজেপির প্রার্থী অজয় মিশ্র।
সকাল ১০.৩১: গুয়াহাটিতে বিজেপির সদর দপ্তরে তৈরি হচ্ছে জিলিপি।
সকাল ১০. ২৫: মান্ডি আসনে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপির কঙ্গনা রানাউত।
সকাল ১০.২১: পাঞ্জাবের জলন্ধরে ৩৮ হাজারের বেশি ভোটে এগিয়ে কংগ্রেসের চরণজিৎ সিং।
সকাল ১০.১৩: রাজস্থানের ২৫টির মধ্যে ১৩টিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৯ টি আসনে।
সকাল ১০.০৪: মান্ডি আসনে প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত।
সকাল ১০.০৩: প্রাথমিক ট্রেন্ডে বারাণসীতে পিছিয়ে গিয়েও এগোলেন মোদি। ব্যবধান ৪৩৭ ভোট। গান্ধীনগর আসনে এগিয়ে অমিত শাহ।
সকাল ১০.০১: উত্তরপ্রদেশের সুলতানপুর আসনে পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী মানেকা গান্ধী। পিছিয়ে কানহাইয়া কুমার।
সকাল ১০.০০: গান্ধীনগর থেকে ২ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে অমিত শাহ।
সকাল ৯.৫৪: প্রায় সাড়ে ১১ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অরুণ গোভিল।
সকাল ৯.৫২: দিল্লির ৭টি আসনেই এগিয়ে বিজেপি।
সকাল ৯.৪৭: অন্ধ্রপ্রদেশে ৩৯টি আসনে এগিয়ে টিডিপি।
সকালে ৯. ৪২: বারাণসীতে ৬ হাজারের বেশি ভোটে পিছিয়ে মোদি। এগিয়ে কংগ্রেসের অজয় রাই।
সকাল ৯.৪০: সুষ্ঠুভাবে গণনা চলেছে। প্রতি রাউন্ডের শেষে ভোটকর্মীরা রেজাল্ট জানাচ্ছেন, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার।
সকাল ৯.৩২: আমেঠি আসনে পিছিয়ে পড়লেন স্মৃতি ইরানি।
সকাল ৯.২৯: গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, বিরাট পতন শেয়ার বাজারে।
সকাল ৯.১৭: কেরলের ওয়ানড় আসন থেকে ৮৭১৮ ভোটে এগিয়ে রাহুল গান্ধী। রায়বরেলিতেও এগিয়ে রাহুল। মার্জিন ২১২৬।
সকাল ৯.১২: ১১০টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৪২টি আসনে। ১৯টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি।
সকাল ৯. ০৫: কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯ টা পর্যন্ত ৭৫টি আসনে এগিয়ে বিজেপি। ২৫টি আসনে এগিয়ে কংগ্রেস। ৮টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। আপ এগিয়ে ৫টি তে।
সকাল ৯.০২: গণনার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি শশী থারুর। বললেন, "সবে গণনা শুরু। বেলা বাড়লে সবটা স্পষ্ট হবে। পরে ফলাফল নিয়ে কথা বলা যাবে।"
সকাল ৮.৫২: কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৮ টা বেজে ৫২ মিনিটে ৬৩টি আসনে এগিয়ে বিজেপি।
সকাল ৮.৫০: কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৮ টা বেজে ৪৭ মিনিটে ৪২টি আসনে এগিয়ে বিজেপি।
সকাল ৮.৪৮: সাতসকালে মন্দিরে দুর্গের বিজেপি প্রার্থী।
সকাল ৮.৪৩: কমিশনের তথ্য অনুযায়ী, ১৭ আসনে এগিয়ে বিজেপি। একটি আসনে এগিয়ে কংগ্রেস।
সকাল ৮.৩২: গণনার সকালে বেঙ্গালুরুর গঙ্গাধরেশ্বরা স্বামী মন্দিরে পুজো দিলেন জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী।
সকাল ৮. ২৮: জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত হরিদ্বারের বিজেপি প্রার্থী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
সকাল ৮.০১: শুরু হল ভোটগণনা। প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট ও ইটিবিপি।
সকাল ৭.০৪: সুরাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন গত ২২ এপ্রিল। বাকি ৮ প্রার্থী নাম প্রত্যাহার করে নেন।
সকাল ৭.০৩: দিল্লিতে বিজেপির সদর দপ্তরে উৎসবের মেজাজ। তৈরি হচ্ছে মিষ্টি।
সকাল ৬.৫৪: “৪০০-র বেশি আসন পাবে বিজেপি”, আশাবাদী হায়দরাবাদের প্রার্থী মাধবীলতা।