সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে খাকি হাফ প্যান্ট, সাদা জামা৷ মাথায় টুপি৷ যে কোনও আরএসএস কর্মীর পরনে এ পোশাক থাকতেই পারে৷ তবে এবার তা গিয়ে উঠল স্বয়ং ভগবানের মূর্তিতে৷ আর তা নিয়েই জমেছে জোর বিতর্ক৷
সুরাতের স্বামীনারায়ণ মন্দিরের এই ছবি সামনে আসা মাত্রই নানা মহলে উঠেছে সমালোচনার ঢেউ৷ কেন ভগবানের মূর্তিতে আরএসএস-এর পোশাক? কোনও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এরকম কাজ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ যদিও মন্দির কর্তৃপক্ষ এরকম কোনও উদ্দেশ্যের কথা স্বীকার করেনি৷ তাদের মতে, ভগবানের মূর্তিতে ঘুরিয়ে ফিরিয়ে নানারকম পোশাক পরানো হয়৷ এক ভক্ত এই পোশাক দিয়েছেন বলেই তা পরানো হয়েছে৷ উল্লেখযোগ্যভাবে, শুধু পোশাক নয়, মূর্তির হাতে ধরিয়ে দেওয়া হয়েছে জাতীয় পতাকাও৷
মন্দির কর্তৃপক্ষর এ সাফাই অবশ্য মানতে নারাজ অনেকেই৷ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে এখনই সমালোচনার ঝড় উঠেছে৷ রাজনৈতিক মতবাদ প্রচারের সীমা কতদূর অবধি যেতে পারে, তার নমুনা হিসেবেই এ ছবিকে দেখছে বিভিন্ন মহল৷ কোনও প্রতিষ্ঠানের কাজকর্মে প্রোপাগাণ্ডা থাকতে পারে, কিন্তু তা যে মন্দিরের অন্দরেও এভাবে পৌঁছে যাবে তাতেই বিস্মিত হয়েছেন অনেকে৷ রাজনৈতিক মহলেও এ নিয়ে চলছে চাপানউতোর৷ বর্ষিয়ান কংগ্রেস নেতা শংকর সিং ভগেলা এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন৷ জানিয়েছেন, “এরকম কাজ যাঁরা করেছেন তাঁদের প্রতি আমার করুণা থাকল৷ এই কাজ করে ওঁরা কী প্রমাণ করতে চাইছেন? আজ আরএসএস-এর পোশাক পরিয়েছে, কাল হয়ত বিজেপির পোশাক পরাবে৷” বিজেপির তরফেও অবশ্য এ ঘটনায় বিস্ময় প্রকাশ করা হয়েছে৷ গুজরাতের রাজ্য বিজেপি সভাপতি বিজয় রূপানি জানান, “ঘটনায় আমি বিস্মিত৷ এরকম কোনও কাজ বিজেপি সমর্থন করে না৷” যদিও সঙ্ঘ পরিবারের সঙ্গে বিজেপির নাম ওতপ্রোতভাবেই জড়িত৷ আর তাই সঙ্ঘের এ ধরনের কাজের দায় কোনওভাবেই এড়াতে পারে না বিজেপি৷ ভাইরাল এ ছবি নিয়ে উত্তাল নেটদুনিয়াও৷ উগ্র সাম্প্রদায়িকতা ছড়াতেই যে এরকম কাজ, এমনটাই অভিযোগ নানা মহলে৷
The post ভগবানের মূর্তিতে আরএসএস-এর পোশাক নিয়ে বিতর্ক তুঙ্গে appeared first on Sangbad Pratidin.