সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লরিচালকের সঙ্গে বচসার মর্মান্তিক পরিণতি। চিকিৎসককে পিষে দিয়ে পালাল লরিচালক। পশ্চিম মেদিনীপুরের ৬০ নম্বর জাতীয় সড়কের উকুনমারির ঘটনা। এই ঘটনায় জখম আরও ২ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে চলছে চিকিৎসা।
নিহত চিকিৎসক গৌতম মুখোপাধ্যায়। তিনি খড়গপুরেই বসবাস করেন। সোমবার ভোরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সড়কপথে দিঘা যাচ্ছিলেন। সেই সময় তাঁর গাড়ির সঙ্গে রেষারেষি করছিল একটি বেপরোয়া গতির লরি। তাতেই বেজায় বিরক্ত হন চিকিৎসক।
[আরও পড়ুন: মাঘেই রাজ্য থেকে বিদায় নিল শীত? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]
৬০ নম্বর জাতীয় সড়কের উকুনমারির কাছে লরিটিকে দাঁড় করান ওই চিকিৎসক। দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। বচসা চলাকালীন চিকিৎসককে পিষে দিয়ে চলে যায় লরিচালক। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা হয়নি। এই ঘটনায় আরও দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। ওই লরিচালকের খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এখনও তার খোঁজ পাওয়া যায়নি।
চিকিৎসকের স্ত্রীর দাবি, “দু’টি পায়ের উপর দিয়ে চাকাটি চলে গিয়েছে। প্রায় এক-দেড় ঘণ্টা আমরা ওখানে পড়েছিলাম। অনেক লোকজন জড়ো হয়েছিল। স্থানীয়রা কেউ আমাদের সাহায্য করেননি। তখন উনি প্রাণে বেঁচেছিলেন। প্রচুর রক্তপাত হয়েছিল। এক ব্যক্তি একটি গাড়ি ঠিক করে আমাদের এই হাসপাতালে নিয়ে আসেন। সকাল ৭টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কেউ আমাদের সাহায্য করেননি। থানায় ফোন করার পরও পুলিশ আসেনি।”
পেশার কারণে পরিবারকে বিশেষ সময় দিতে পারতেন না চিকিৎসক গৌতম মুখোপাধ্যায়। ভেবেছিলেন কয়েকদিন দিঘায় গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটবেন। কিন্তু দিঘায় পৌঁছনোর আগেই যে আনন্দ এভাবে বিষাদের চেহারা নেবে, তা স্বপ্নেও ভাবেননি চিকিৎসকের পরিজনেরা। ঘটনার আকস্মিকতায় কার্যত হতবাক তাঁরা।