shono
Advertisement
IPL 2025

কোহলিদের সঙ্গী ‘রোবট ডগ’, একঝাঁক নতুন প্রযুক্তিতে সাজছে এবারের আইপিএল

একেবারে নতুন রূপে সাজছে এবারের আইপিএল।
Published By: Anwesha AdhikaryPosted: 04:40 PM Mar 21, 2025Updated: 04:40 PM Mar 21, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: অষ্টাদশ আইপিএলকে ঘিরে যে একঝাঁক অভূতপূর্ব পরিকল্পনা এবার নিচ্ছে ভারতীয় বোর্ড, তা এতদিনে মোটামুটি সর্বজনবিদিত। আইপিএলের বিগত সতেরো বছরের ইতিহাসে কখনও যা হয়নি, সেই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তার ঘটছে এবার। অষ্টাদশ আইপিএলের তেরো মাঠে এবার থাকছে তেরোটা উদ্বোধনী অনুষ্ঠান। প্রত‌্যেক মাঠে তাদের প্রথম ম‌্যাচে। এখানে তবু পুরো ব‌্যাপারটার সমাপ্তি হলে কথা ছিল। মুশকিল হল, তা হচ্ছে না। বরং প্রযুক্তিগত দিক থেকেও এবার চোখ ঝলসে দিতে চলেছে অষ্টাদশ আইপিএল!

Advertisement

কী রকম? কী সেই স্তম্ভিত করে দেওয়ার মতো প্রযুক্তি-যোগ, যা বিস্ফারিত করে দেবে ভারতবর্ষের আইপিএল পুজারিদের? অষ্টাদশ আইপিএলে এবার মাঠে থাকতে চলেছে ‘রোবট ডগ’! টিভিতে যে সমস্ত দর্শক খেলা দেখবেন, তাঁরা আবার ফিল্ড প্লেসিং ‘লাইভ’ দেখতে পারবেন অধিকাংশ সময়! ক্রিকেটারদের ‘থ্রি ডি’ ছবি দেখা যাবে এবার! কেউ ব‌্যাট করতে নামলে, তার সঙ্গে সঙ্গে হাঁটবে সংশ্লিষ্ট সেই প্লেয়ারের অনন‌্য সমস্ত কীর্তি! সহজ বাংলায়, আসন্ন আইপিএল যেমন ক্রিকেটীয় ও প্রযুক্তিগত, দু’দিক থেকেই ভুবনমোহিনী হবে।

সবচেয়ে আকর্ষণীয় বোধহয় এবার এই ‘রোবট ডগ’ কিংবা কৃত্রিম সারমেয় মহাশয়! সিএবি সূত্রে জানা গেল, সেই কৃত্রিম সারমেয়র মাথার উপর রিমোট কন্ট্রোল পরিচালিত লাইভ ক‌্যামেরা সিস্টেম বসানো থাকবে! এবং নিছক মাঠে ঘুরে-ঘুরে ছবি তোলা নয়। সেই কৃত্রিম সারমেয় মহাশয়ের নাকি বিস্তর কাজকর্মও রয়েছে! যেমন? যেমন ওয়ার্ম আপ, ইনিংস বিরতি, ডাগআউটে প্লেয়ার ইন্টারভিউয়ের সময় ঘুরে-ঘুরে ক্রিকেটারদের সঙ্গে সে দেখাসাক্ষাৎ করবে! কোহলির সারমেয়-প্রেম সবার জানা। এবার যদি শনিবার যান্ত্রিক সারমেয়কে দেখেও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি, দ্রষ্টব‌্য হবে। শোনা গেল, পুরোটাই টুর্নামেন্টকে আরও বেশি চিত্তাকর্ষক, আরও বেশি সোশ‌্যাল মিডিয়া-বান্ধব করার পরিকল্পনা করা চলছে।

‘অলওয়েজ লাইভ’ ফিল্ড প্লট আর একটা অভিনবত্ব। এত দিন যে ভাবে খেলা দেখানো হত, তাতে ফিল্ডিং টিমের অধিনায়ক কোথায় প্লেয়ার দাঁড় করাচ্ছেন, সুস্পষ্ট ভাবে বোঝা যেত না। কিন্তু এ বার নাকি খেলা সম্প্রচারের সময় চেষ্টা করা হবে, যাতে অধিকাংশ সময়ই দর্শকরা ফিল্ড প্লেসিং বুঝতে পারেন। দেখতে পারেন। বলা হচ্ছে, ক্রিকেট সম্প্রচারে এ জিনিস কখনও দেখা যায়নি। সব কিছু ঠিকঠাক চললে, এবার তা হবে। বল ‘ডেড’ থাকা অবস্থাতেও সেই ফিল্ড প্লেসমেন্ট দেখা যাবে বলে শোনা যাচ্ছে। প্রয়োজনে যদি কোনও ফিল্ড প্লেসিং আলাদা করে দেখানোর প্রয়োজন হয়, তা হলে সেটাও বড় করে দেখিয়ে দেওয়া হবে মুহূর্তে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টিভিতে যে সমস্ত দর্শক খেলা দেখবেন, তাঁরা আবার ফিল্ড প্লেসিং ‘লাইভ’ দেখতে পারবেন অধিকাংশ সময়!
  • কৃত্রিম সারমেয়র মাথার উপর রিমোট কন্ট্রোল পরিচালিত লাইভ ক‌্যামেরা সিস্টেম বসানো থাকবে!
  • খেলা সম্প্রচারের সময় চেষ্টা করা হবে, যাতে অধিকাংশ সময়ই দর্শকরা ফিল্ড প্লেসিং বুঝতে পারেন।
Advertisement