সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মাঝে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের স্বস্তি দিয়ে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ভোট মিটতেই সেই স্বস্তি উধাও। আগস্টের শুরুতে ফের বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG) বাড়াল রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। চারটি মেট্রো শহরেই দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের।
বৃহস্পতিবার সকালে ৬.৫ টাকা থেকে ৮.৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের। দিল্লিতে ১৯ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ছিল ১৬৫২.৫০ টাকা। সেটা বেড়ে দাঁড়াল ১৬৪৬ টাকা। একই ভাবে মুম্বইয়েও সিলিন্ডারপিছু মূল্য ১৯ কেজি সিলিন্ডার পিছু দাম ছিল ১৬০৫ টাকা। সেটা বেড়ে হল ১,৫৯৮ টাকা।
[আরও পড়ুন: বৃহস্পতিতে লক্ষ্মীর কৃপা শেয়ার বাজারে, ২৫ হাজারে উঠে ইতিহাস নিফটির]
কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে সাড়ে ৮ টাকা। ২০ টাকা। মহানগরে ১৯ কেজির সিলিন্ডারের মূল্য ছিল ১৭৬৪.৫০ টাকা। দাম কমার পর দাঁড়াল ১৭৫৬ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১৮১৭ টাকা। দক্ষিণী শহরে বাণিজ্যিক রান্নার গ্যাসের বর্তমান দাম হল ১৮০৯.৫০ টাকা। বাজেটের পরই এই মূল্যবৃদ্ধি বেশ তাৎপর্যপূর্ণ।
[আরও পড়ুন: তফসিলি জাতি-উপজাতির মধ্যেও বিন্যাস! সংরক্ষণ বিতর্কে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের]
হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG cylinder prices) ফের বাড়ায় নিঃসন্দেহে তা চাপ বাড়াবে ব্যবসায়ীদের। সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ এতে খানিকটা বাড়ল।