নন্দন দত্ত, সিউড়ি: রঙিন মেজাজ তাঁর। যেখানে যান মধ্যমণি হয়ে যান। এবার তারাপীঠে মদন মিত্রর বাজালেন ‘চড়াম চড়াম’ ঢাক। আবার কোমর দুলিয়ে নাচলেনও। সবই করলেন নিজের আসন্ন ছবি ‘ও লাভলি’র (Oh!Lovely) প্রচারের জন্য।
হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন মদন মিত্র। নায়ক ঋক এবং নায়িকা রাজনন্দিনী। সকলেই গিয়েছিলেন তারাপীঠে (Tarapith)। ঢাক বাজিয়ে গোটা টিমকে মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে পুজো দেন প্রত্যেকে। তারপর চলে আসেন প্রচার মঞ্চে। সেখানেই নীল পাঞ্জাবি পরে কোমর দুলিয়ে নাচেন মদন মিত্র। তাঁকে সঙ্গত দেন ঋক-রাজনন্দিনীরা। আবার ‘চড়াম চড়াম’ ঢাক বাজাতেও দেখা যায় কামারহাটির বিধায়ককে।
[আরও পড়ুন: এ মাসে বিধায়ক, মন্ত্রীদের জবরদস্ত টক্কর বক্স অফিসে]
‘আগলি’ নয়, ‘লাভলি’ পছন্দ মদন মিত্রর। সেকথা জানিয়েই বিধায়ক তথা অভিনেতা বলেন, “অঞ্জন দত্তর ‘বেলা বোস’কে পাওয়া যায়নি। নচিকেতার ‘নীলাঞ্জনা’কে পাওয়া যায়নি। আমাদের ‘লাভলি’কে পাওয়া যাচ্ছে। কারণ আমাদের ‘লাভলি’ হচ্ছে বাংলার মা মাটি আর মানুষ।” বীরভূমের চালকলে কীভাবে ইঁদুরের কামড় খেয়ে শুটিং করেছেন সেকথাও জানান ‘ও লাভলি’ ম্যান।
হাসি, মজা, কমেডি, ড্রামা সবই রয়েছে ‘ও লাভলি’ সিনেমায়। শোনা যায়, দুই চালকল মালিকের রেষারেষিও গল্পে উঠে আসবে। যার একজন মদন মিত্র এবং আরেকজনের চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। এছাড়াও ছবিতে রয়েছেন লাবণী সরকার, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতি মুন্সী, বুদ্ধদেব ভট্টাচার্য, মৃন্ময় দাস। আগামী ২৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘ও লাভলি’। ২৪ আগস্ট বিজলি সিনেমা হলে হবে প্রিমিয়ার।