shono
Advertisement

‘বব কাট’চুল আঁচড়ে, কপালে তিলক এঁকে হাতিকে সাজাচ্ছেন মাহুত! ভাইরাল ভিডিও

ভিডিওটি না দেখলে কিন্তু মিস!
Posted: 08:49 PM Nov 20, 2021Updated: 09:00 PM Nov 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় পোষ্যদের (Pets) নিয়ে পশুপ্রেমী মানুষজন কত কী-ই না করেন। তারা তো সন্তানেরই মতো। তাই যাবতীয় আদর, আশকারা, সাজানোগোজানো – সবই তাদের ঘিরে। কখনও কখনও পোষ্য-মালিকের সম্পর্কের নানা রসায়নের কথা ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। তবে এখন তো প্রযুক্তির যুগ। সোশ্যাল মিডিয়ার পাতায় নানা ছবি, ভিডিও অনেক সময়েই চমকে দেয় আমাদের। এবার তেমনই এক চমকপ্রদ ভিডিও সামনে এল দক্ষিণ ভারতের কোয়াম্বাটোর (Coimbatore)থেকে। যা দেখে চমকে উঠবেন আপনিও।

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল (Video Viral) হয়েছে। যাতে দেখা যাচ্ছে, হাতিকে (Elephant) সাজাচ্ছেন মাহুত। কীভাবে জানেন? হাতির ‘বব কাট’ চুল বেশ যত্ন নিয়ে আঁচড়ে দিচ্ছেন মধ্যবয়সী মাহুত। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, পোষ্য তাতে কতটা আরাম পাচ্ছে। সামনের জোড়া পা মুড়ে সে খানিকটা নিচুও হয়ে যাচ্ছে, মাহুতের সুবিধা হবে বলে। অর্থাৎ কেশচর্চার আয়েশ সে দিব্যি বুঝছে। শুধু কি চুল আঁচড়ানো? হাতির কপালে বিশাল বড় একটা লাল-সাদা রঙে তিলক এঁকে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ৫ লক্ষ টাকা খরচ করে পোষ্যের সারা শরীর কমলা রং! পশুপ্রেমীদের রোষানলে মডেল]

ভিডিওটি মন কেড়েছে নেটদুনিয়ার। কেউ কেউ বলছেন, হাতিটি খুব মিষ্টি। কারও আবার মন্তব্য, ভিডিও দেখেই মনটা ভাল হয়ে গিয়েছে। কেউ আবার মাহুতের প্রশংসায় পঞ্চমুখ। বলছেন, পোষ্যের যত্ন কীভাবে নিতে হয়, তা শেখার মতো এই মাহুতের কাছ থেকে। জানা গিয়েছে, ভিডিওটি কোয়াম্বাটোরের থেক্কামাপাত্তি গ্রামের। বিশালদেহী গজরাজকে দীর্ঘদিন ধরেই দেখাশোনা করছেন এই মাহুত। তাদের মধ্যে সম্পর্কও বেশ গভীর। তাই মাহুতের কোনও ইশারা সহজেই বুঝতে পারে হাতিটি। ব্যস আর কী! উভয়ের জমাটি রসায়নেই এমন এক মিষ্টি ভিডিও।

[আরও পড়ুন: ‘দেহ-মন শুদ্ধ হয়ে গেল’, গোবর খেয়ে বললেন ডাক্তার! ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার