সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই চিনের সঙ্গে প্রাণঘাতী নয় এমন অস্ত্র কেনার চুক্তি করেছিল মালদ্বীপ। এবার তারা তুরস্কের থেকে ড্রোন কিনল। ভারত মহাসাগরের উপরে বিস্তৃত ‘এক্সক্লুসিভ ইকনোমিক জোন’-এ টহলদারির জন্যই ওই ড্রোন কেনা হয়েছে। শনিবার এক সংবাদমাধ্যমের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রের বিদেশ বা প্রতিরক্ষা মন্ত্রক এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি।
ওই সংবাদমাধ্যমের দাবি, মালদ্বীপ (Maldives) প্রশাসনের সঙ্গে যুক্ত এক সিনিয়র আধিকারিক দাবি রেছেন, তুরস্কের এক সংস্থার থেকে গত ৩ মার্চ ড্রোনগুলো কেনা হয়েছে। এই মুহূর্তে সেগুলো নুনু মাফারু আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে। এদিকে গুঞ্জন, আগামী সপ্তাহ থেকেই এই ড্রোনের সাহায্যে নজরদারি চালানো শুরু করবে মালদ্বীপ। তবে ঠিক কতগুলো ড্রোন কেনা হয়েছে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, মালদ্বীপের ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মুইজ্জু আগেই ইঙ্গিত দিয়েছিলেন তাঁর প্রশাসন নজরদারি ড্রোন কেনার পরিকল্পনা করেছে।
[আরও পড়ুন: চিনের চিন্তা বাড়িয়ে সেলা টানেল উদ্বোধন মোদির, অরুণাচলে ‘মাস্টারস্ট্রোক’ ভারতের]
প্রসঙ্গত, গত কয়েক মাসে ভারত ও মালদ্বীপের সম্পর্কের ফাটল চওড়া হয়েছে। ভারতপন্থী মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। কিন্তু এহেন পরিস্থিতিতে মুইজ্জু চিনের পাশাপাশি তুরস্কের হাতও শক্ত করে ধরতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। বলে রাখা ভালো, ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফর হিসেবে তুরস্কেই (Turkey) গিয়েছিলেন তিনি।