shono
Advertisement
Abhishek Banerjee

'লক্ষ্য ২১৫', একুশে জয়ের আসন পেরিয়ে ছাব্বিশের টার্গেট বেঁধে দিলেন মমতা-অভিষেক

নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে ছাব্বিশে জয়ের লক্ষ্য নিয়ে কী বললেন তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?
Published By: Paramita PaulPosted: 03:13 PM Feb 27, 2025Updated: 05:39 PM Feb 27, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ছাব্বিশের বিধানসভা ভোটে কত আসন জয় লক্ষ্য তৃণমূলের? একযোগে টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। অনুষ্ঠানের শুরুর দিকে দলের 'সেনাপতি' জানিয়েছিলেন, অন্তত ২১৫ আসন জেতার লক্ষ্যে ঝাঁপাতে হবে দলীয় নেতা-কর্মীদের। বক্তব্যের শেষের দিকে মমতাও সেই লক্ষ্যই স্থির করে দিলেন।

Advertisement

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো আগেই বলেছিলেন, ছাব্বিশের লোকসভা ভোটে দুই-তৃতীয়াংশ আসনে জিতে চতুর্থবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা মঞ্চ থেকে সেই লক্ষ্য আরও বাড়িয়ে দিলেন দলীয় 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, "অন্তত ২১৫ আসনে জিততেই হবে। ২০২১-এর থেকে একটা হলেও আসন বাড়াতে হবে। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়ব না।" তিনি যে একটুও বাড়িয়ে বলেননি, তা প্রমাণ হয়ে গেল তৃণমূল সুপ্রিমো বলতে ওঠার পরই।

মমতার কথায়, "অভিষেক যা বলেছে আমি ওটাই মিন করতে চেয়েছি। আমি সবটা বলি না। ওঁরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না। আমি বলেছি, দুই তৃতীয়াংশ মেজরিটি তো থাকবেই। তার বেশি আসন আপনাদের নিয়ে আসতে হবে। এবার জামানত জব্দ করার পালা। বিজেপি-সিপিএম-কংগ্রেসের জামানত জব্দ করুন। বাংলার মাকে এগিয়ে যেতে দিন।" 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুধু বিধানসভা ভোটে আসনের টার্গেট নয়, বিজেপির অঙ্গুলিহেলনে এজেন্সির তৎপরতা থেকে ভোটার তালিকায় কারচুপি, দলীয় শৃঙ্খলারক্ষা, একের পর এক ইস্যুতে দুজনের সুর ছিল এক্কেবারে একরকম। এদিন দুজনেই স্পষ্ট করে দিলেন, তৃণমূলের পার্টি লাইন একটাই। সেখানে কোথাও কোনও বিভাজন নেই। বাংলার সম্মান রক্ষার্থে দলের সকল নেতা-কর্মী একসঙ্গে লড়াই করবেন। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসাতে জানপ্রাণ দিয়ে লড়াই করতে প্রস্তুত করতে সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগেই বলেছিলেন, ছাব্বিশের লোকসভা ভোটে দুই-তৃতীয়াংশ আসনে জিতে চতুর্থবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস।
  • বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা মঞ্চ থেকে সেই লক্ষ্য আরও বাড়িয়ে দিলেন দলীয় 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • বিজেপির অঙ্গুলিহেলনে এজেন্সির তৎপরতা থেকে ভোটার তালিকায় কারচুপি, দলীয় শৃঙ্খলা রক্ষা, একের পর এক ইস্যুতে দুজনেই একই বার্তা দিলেন।
Advertisement