shono
Advertisement

বেহাল আবহাওয়া, দিঘা সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্ন থেকে নিজেই করছেন কন্ট্রোল রুমের তদারকি৷ The post বেহাল আবহাওয়া, দিঘা সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.
Posted: 06:34 PM Jun 25, 2018Updated: 07:53 PM Jun 25, 2018

তরুণকান্তি দাস: দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য দিঘা সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, সমগ্র রাজ্যে টানা বৃষ্টিপাতের যে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরই এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই, নবান্নে কন্ট্রোল রুম খুলে সমগ্র অবস্থার উপরে নজরদারি শুরু করা হয়েছে৷ ব্যক্তিগত স্তরে যা তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সমস্ত জেলা প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ জারি করা হয়েছে৷ বলা হয়েছে, কন্ট্রোল রুমের মাধ্যমে সমস্ত স্তরে সাহায্য পৌঁছে দিতে হবে৷

Advertisement

[ঘুষকাণ্ডে ৩ বছরের জেল, ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন সুভাষ ভৌমিক]

প্রচণ্ড বজ্রপাতে ইতিমধ্যে রাজ্যে প্রাণ গিয়েছে দু’জনের, আহত হয়েছেন সাতজন৷ আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ও আগামিকাল দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর৷ নবান্ন থেকে সতর্কবার্তা পৌঁছে গিয়েছে রাজ্যের প্রতিটি জেলাতে৷ ২৪ ঘণ্টার জন্য খুলতে বলা হয়েছে কন্ট্রোল রুম। নবান্ন থেকে সমস্ত কাজের উপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঠিক সেই কারণেই তিনি বাতিল করেছেন তাঁর দিঘা সফর৷

[বৃষ্টির সঙ্গে কেন এত ঘনঘন বাজ পড়ছে? কী বলছেন বিশেষজ্ঞরা?]

নবান্ন থেকে উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতে কার্যত নাকানি-চোবানি অবস্থা হয়েছে শহর কলকাতার৷ জলমগ্ন হয়ে পড়েছে গোটা শহর৷ সৃষ্টি হয়েছে প্রবল যানজট৷ ইতিমধ্যেই কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুরসভা৷ কন্ট্রোল রুম নম্বরটি হল ২২৮৬১২১২। সর্বদা কন্ট্রোল রুমের তদারকি করছেন মেয়র পারিষদ তারক সিং।

The post বেহাল আবহাওয়া, দিঘা সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement