তরুণকান্তি দাস: দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য দিঘা সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, সমগ্র রাজ্যে টানা বৃষ্টিপাতের যে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরই এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই, নবান্নে কন্ট্রোল রুম খুলে সমগ্র অবস্থার উপরে নজরদারি শুরু করা হয়েছে৷ ব্যক্তিগত স্তরে যা তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সমস্ত জেলা প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ জারি করা হয়েছে৷ বলা হয়েছে, কন্ট্রোল রুমের মাধ্যমে সমস্ত স্তরে সাহায্য পৌঁছে দিতে হবে৷
[ঘুষকাণ্ডে ৩ বছরের জেল, ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন সুভাষ ভৌমিক]
প্রচণ্ড বজ্রপাতে ইতিমধ্যে রাজ্যে প্রাণ গিয়েছে দু’জনের, আহত হয়েছেন সাতজন৷ আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ও আগামিকাল দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর৷ নবান্ন থেকে সতর্কবার্তা পৌঁছে গিয়েছে রাজ্যের প্রতিটি জেলাতে৷ ২৪ ঘণ্টার জন্য খুলতে বলা হয়েছে কন্ট্রোল রুম। নবান্ন থেকে সমস্ত কাজের উপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঠিক সেই কারণেই তিনি বাতিল করেছেন তাঁর দিঘা সফর৷
[বৃষ্টির সঙ্গে কেন এত ঘনঘন বাজ পড়ছে? কী বলছেন বিশেষজ্ঞরা?]
নবান্ন থেকে উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতে কার্যত নাকানি-চোবানি অবস্থা হয়েছে শহর কলকাতার৷ জলমগ্ন হয়ে পড়েছে গোটা শহর৷ সৃষ্টি হয়েছে প্রবল যানজট৷ ইতিমধ্যেই কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুরসভা৷ কন্ট্রোল রুম নম্বরটি হল ২২৮৬১২১২। সর্বদা কন্ট্রোল রুমের তদারকি করছেন মেয়র পারিষদ তারক সিং।
The post বেহাল আবহাওয়া, দিঘা সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.