shono
Advertisement

Breaking News

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র, সরব মমতা

রাজ্যে আন্দোলনও শুরু করেছে তৃণমূল। The post পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র, সরব মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:07 PM May 28, 2018Updated: 02:22 PM May 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনে দিনে লাগামছাড়া হচ্ছে পেট্রোপণ্যের দাম। তাও কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার টুইট করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

Advertisement

[  জনতার রায় নয় কংগ্রেসের বদান্যতায় সরকার, মেনে নিলেন কুমারস্বামী ]

কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি একাশি টাকা প্রায়। ডিজেলের দাম প্রতি লিটার বাহাত্তর টাকা। শহরভেদে দামের ফারাক আছে। গোটা দেশেই প্রায় মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। এর প্রভাব সরাসরি পড়ছে বাজারেও। শুধু গাড়ির মালিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়। এর প্রভাব পড়ছে সাধারণ পরিবহণ ব্যবস্থাতেও। কাঁচামাল সরবরাহের খরচ বাড়ছে। বাড়ছে সবজি-মাছ ও ফলের দাম। রীতিমতো নাজেহাল মধ্যবিত্তরা। কিন্তু এখনও কেন্দ্র এ ব্যাপারে কোনও সদর্থক পদক্ষেপ নিতে পারেনি। এ নিয়েই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, জ্বালানির দাম প্রতিদিন বাড়ছে। কৃষি থেকে পরিবহণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষকে তার বোঝা বইতে হচ্ছে। পরিস্থিতি এতটা খারাপ, তবু এখনও কেন্দ্র চুপচাপ বসে আছে। এই সমস্যার সমাধানে কেন কেন্দ্র কোনও সঠিক ব্যবস্থা নিচ্ছে না, প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

[  মালগাড়ি ভেঙে ৮৯টি শাড়ি চুরির অপরাধে ৪২ বছর পর গ্রেপ্তার রেলকর্মী ]

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেছে তৃণমূল। এদিকে পেট্রলের দাম নিয়ে কেন্দ্রকে বিঁধেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ নিয়েছিলেন মোদি। পালটা চ্যালেঞ্জ ছুড়ে রাহুল বলেছিলেন, পারলে পেট্রলের দাম কমিয়ে দেখান। তবে ব্যক্তিগত কারণে এখন দেশের বাইরে কংগ্রেস সভাপতি। ফলে এই ইস্যুতে আর সুর চড়াতে দেখা যায়নি তাঁকে। যাওয়ার আগে জানিয়ে গিয়েছেন, শিগগিরই ফিরছেন তিনি।  তবে ঘুম ভাঙানোর কাজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যেমন আন্দোলন চলছ, তেমনই টুইটে সুর চড়িয়েছেন তিনি। মানুষ যখন নাজেহাল তখন কেন্দ্র সঠিক পদক্ষেপ করুক, এমনটাই প্রত্যাশা তাঁর।

The post পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র, সরব মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement