shono
Advertisement

Mamata Banerjee: অনুব্রতর গ্রেপ্তারির পর বীরভূম সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী মাসেই হতে পারে সভা

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের সংগঠনের সঙ্গে বৈঠক করতে পারেন।
Posted: 11:10 AM Aug 29, 2022Updated: 12:12 PM Aug 29, 2022

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অনুব্রতহীন বীরভূমে (Birbhum) এবার রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  ঘনিষ্ঠ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বীরভূম যাচ্ছেন তিনি। সেখানে গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলিকে নিয়ে বড় সভা করার কথা। তার আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বীরভূমের খয়রাশোলে জেলা তৃণমূল নেতৃত্বের বড় কর্মসূচি রয়েছে। সেখান থেকেই দলনেত্রীর সফরের খুঁটিনাটি ঠিক হতে পারে। 

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বীরভূম সফর নিঃসন্দেহে একাধিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এমন একটা সময় তিনি ‘কেষ্টর গড়ে’ যাচ্ছেন, যখন বীরভূমে দলের এক ও অদ্বিতীয় ভরসার ব্যক্তি এবং নেত্রীর নিজের অত্যন্ত ‘প্রিয়’ অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) জেলবন্দি। গরু পাচার মামলায় তাঁকে সিবিআই গ্রেপ্তার করেছে। আপাতত আসানসোল জেলে বন্দি অনুব্রত মণ্ডল। এতদিন যতবার বীরভূমের যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন,  তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিলেন জেলা সভাপতি। 

[আরও পড়ুন: সৎ বাবার যৌন লালসার শিকার কিশোরী! দিনের পর দিন ধর্ষণের পর শ্রীঘরে ব্যক্তি]

তৃণমূল নেত্রীর সফরের মূল লক্ষ্য় সম্ভবত পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে জেলাস্তরের সংগঠন বুঝে নেওয়া। যে সংগঠন নিজে হাতে তৈরি করেছেন অনুব্রত। বীরভূমের প্রতিটি প্রান্ত তাঁর হাতের তালুর মতো চেনা। তাঁর মতো দক্ষ সংগঠক দলের খুব কম আছে, তা মেনে নেয় শীর্ষ নেতৃত্বও। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সব মহলে। বিশেষত অনুব্রতর অনুপস্থিতিতে সংগঠন চালানো নিয়ে তাঁর নিজস্ব কোনও পরিকল্পনা রয়েছে কি না, সেটাও দেখার। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত ও ৬ পুরসভাকে নিয়ে সমাবেশ হবে।

[আরও পড়ুন: বেনজির বিশৃঙ্খলা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, জোট নিয়ে দিল্লির নেতৃত্বকে ‘হুমকি’ যুব নেতার]

বীরভূমের দলীয় সংগঠন নিয়ে অবশ্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতে পারেন। সেখানে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনে রদবদল আনা হতে পারে বলে সূত্রের খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement