সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল যতই বাড়াবাড়ি করুক ২০২১ সালেই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাম মাধব। পরপর দুবার দেশের ক্ষমতায় আসার পাশাপাশি প্রায় সব রাজ্যেই সরকারে থেকেছে বিজেপি। কিন্তু, কোনওদিন দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারেনি। কিন্তু, আগামী বছর হতে চলে বিধানসভা নির্বাচনে তাদের সেই আশাপূরণ হবেই বলে দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব।
রবিবার এপ্রসঙ্গে তিনি বলেন, ‘২০২১ সালেই পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। আগামী বছরের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতারা বদ্ধপরিকর। এই কারণে দীর্ঘদিন ধরে এই রাজ্যের সংগঠনের পিছনে সময় দিচ্ছেন তাঁরা। দলকে ক্ষমতায় আনার জন্য কঠোর পরিশ্রম করছেন। আগামী এক বছরের মধ্যে বাংলা জয়ের জন্য প্রয়োজনীয় জনসমর্থন আমরা জোগাড় করে নেব। আর তারপরই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের ক্ষমতা থেকে হঠিয়ে দেব। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিই এবার ক্ষমতায় আসবে।’
[আরও পড়ুন: এবার করোনার কবলে তিন বছরের শিশু, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১ ]
আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা নির্বাচন হবে অসমেও। গতকাল সেই কথা উল্লেখ করে অসমে ফের তাঁরাই ক্ষমতা দখল করবেন বলে দাবি করলেন রাম মাধব। পাশাপাশি অসমে সংশোধিত নাগরিকত্ব আইন(CAA) নিয়ে বিরোধীরা যে মিথ্যে প্রচার চালাচ্ছে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে বলেই জানান। এই মাসেই রাজ্যজুড়ে মিথ্যে প্রচার ও গুজবের বিরুদ্ধে জনমত সংগঠিত করতে তারা বড়মাপের কর্মসূচি নিচ্ছেন বলে ঘোষণা করেন। বলেন, ‘অসমে আমরা অনেক কাজ করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনেকবার এই রাজ্যে এসেছেন। এখানকার মানুষের জন্য প্রচুর কিছু করেছেন। তাই এই রাজ্যে জয়ের বিষয়ে আমরা প্রচণ্ড আত্মবিশ্বাসী।’
[আরও পড়ুন: করোনার বলি? রক্ত পরীক্ষার রিপোর্ট আসার আগেই লাদাখে বৃদ্ধের মৃত্যুতে প্রশ্ন]
The post ‘মমতাকে সরিয়ে ২০২১ সালেই দখল করব ক্ষমতা’, হুঙ্কার বিজেপি নেতা রাম মাধবের appeared first on Sangbad Pratidin.