সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগঠন চাঙ্গা করতে ও কর্মীদের মনোবল বাড়াতে চলতি সপ্তাহে ফের গোয়া সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ অর্থাৎ মঙ্গলবার তাঁর সফরের তৃতীয় তথা শেষ দিন। এদিন গোয়ার পানাজি ও আসানোরায় জনসভা করবেন তিনি। সেখান থেকে গোয়াবাসীদের উদ্দেশে কী বার্তা দেন মমতা, সেদিকেই নজর সকলের।
ত্রিপুরার পর গোয়ায় সংগঠন বিস্তারে আরও মনোযোগী এ রাজ্যের শাসকদল। রবিবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে তিনদিনের জন্য গোয়ায় গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে পানাজির কাছে সেখানকার সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে দেখা করেন তিনি। পরে বৈঠক করেন রাজ্যস্তরের তৃণমূল নেতাদের সঙ্গে। বেনোলিম গ্রামে একটি সভাও করেন তিনি। সেখান থেকে বিজেপিকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি বিরোধী জোট গঠন নিয়েও তাঁর মতামত স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, মঙ্গলবার গোয়ায় আরও দুটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে ২ টো নাগাদ আসানোরায় সভা করার কথা তাঁর। সাড়ে তিনটে নাগাদ সভা করবেন পানাজিতে।
[আরও পড়ুন: কোভিডে মৃত্যু একলাফে বাড়ল প্রায় ১০ হাজার! অর্থ সাহায্যের খতিয়ান দিতে গিয়ে ফাঁপড়ে গুজরাট]
উল্লেখ্য, বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরই জাতীয়স্তরের রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। রাজ্যের বাইরে সংগঠন চাঙ্গা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। ত্রিপুরার পুরভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেছে তারা। আগামী বছর ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন। তাই এবার তৃণমূল পাখির চোখ করেছে গোয়াকে।
ইতিমধ্যেই সেখানকার একাধিক তাবড় তাবড় নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের মধ্যে রয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো, এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল। সবমিলিয়ে বলা যায়, গোয়া থেকে বিজেপিকে উৎখাতের ব্লুপ্রিন্ট সাজিয়ে ফেলেছে ঘাসফুল শিবির।