ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের সংযমী হওয়ার সাবধানবাণী ভুলে ফের স্বমহিমায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘সবুজের অভিযান’ কর্মসূচিতে পদযাত্রা শেষে নজরুল মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে ফেললেন, ‘বাংলাদেশে এখন ডেঙ্গুর প্রকোপ৷ আর সেখান থেকে ডেঙ্গুবাহী মশা ভারতে এসে জীবাণু ছড়াচ্ছে৷’ এদিন পরিবেশ রক্ষায় সরকারের এই কর্মসূচিতে একাধিক সচেতনতা বার্তা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী৷ তারই মাঝে এমন একটি বেফাঁস কথা বললেন তিনি৷ আর তাঁর এই মন্তব্যের পরই হাসাহাসি শুরু হয়েছে সবমহলে৷
[আরও পড়ুন: খারিজ মুকুলের অভিযোগ, বিশ্ব বাংলা মামলায় স্বস্তি অভিষেকের]
লোকসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের শোচনীয় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ফের চাঙ্গা করার জন্য স্ট্র্যাটেজিস্ট হিসেবে রাজ্যে আনা হয়েছে প্রশান্ত কিশোরকে৷ নির্বাচনী জয়ের নেপথ্য নায়ক হিসেবে যাঁর ট্র্যাক রেকর্ড বেশ ভাল৷ তিনিই ধাপে ধাপে শাসকদলের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সংশোধনের উপায় বাতলাচ্ছেন৷ পিকে-র এই সংশোধনী তালিকার প্রথম দিকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়েছিলেন, কথা কম বলার৷ যেহেতু এর আগেও অতিকথনের জেরে নানা বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই প্রশান্তের এই পরামর্শ বলে মনে করা হচ্ছিল৷ তারপর থেকে মুখ্যমন্ত্রীও কিছুটা বাকসংযমী হয়েছিলেন৷ কিন্তু বৃহস্পতিবার পরিবেশ সংক্রান্ত বার্তা দিতে গিয়ে তিনি মুখ ফসকে যা বলে ফেললেন, তাতে ফের বিতর্ক মাথাচাড়া দিয়েছে৷ বিরোধীরা ইতিমধ্যেই হাসাহাসি শুরু করে দিয়েছেন এই বলে যে, পিকের পরামর্শ সবসময়ে মেনে চলছেন না মমতা৷
বক্তব্যের এই বিতর্কিত অংশ বাদ দিলে, এদিন আগাগোড়াই পরিবেশের প্রতি জনসচেতনতায় একগুচ্ছ ইতিবাচক পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর বক্তব্য, ‘জল, পরিবেশ বাঁচাতে না পারলে জীবন বাঁচানো সম্ভব না৷ অরণ্য আমাদের পরম বন্ধু৷ তা না বাঁচাতে পারলে যুদ্ধের চেয়েও ভয়ংকর পরিস্থিতি হবে৷’ এদিনের সভা থেকে তাঁর ঘোষণা, ফুটপাথবাসীর জন্য ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে উনুনের ধোঁয়ায় বায়ুদূষণের মাত্রা না বাড়ে৷ পরিবেশবান্ধব পদক্ষেপ নিয়ে পূর্বঘোষণা অনুযায়ী এদিন রবীন্দ্র সরোবর লেকে সরকারের তরফে বসানো হয়েছে এয়ার পিউরিফিকেশন মেশিন৷ মুখ্যমন্ত্রী চান, জনসচেতনতা বাড়াতে পুজো কমিটিগুলিকে সক্রিয় ভূমিকা পালন করুক৷ তাঁর মতে, এঁদের মাধ্যমেই মানুষের কাছাকাছি পৌঁছনোর কাজটা খুব দ্রুত হয়৷
[আরও পড়ুন:‘দোষ’ কাটাচ্ছেন মেয়র! ১৩৩ বছরের পুরনো মন্দির সংস্কার করবে পুরসভা]
মুখ্যমন্ত্রীর সর্পভীতি সর্বজনবিদিত৷ আগেও নানা অনুষ্ঠানে তিনি সাপ নিয়ে নিজের ভীতির কথা জানিয়েছেন৷ সেইমতো, তাঁর সভাগুলির নিরাপত্তা খতিয়ে দেখার জন্য সর্ববিশারদদের দিয়েও পরীক্ষা করানো হয়েছে৷ এবার কলকাতা পুলিশের উদ্যোগে চালু হল সাপ নিয়ে সচেতনতার জন্য বিশেষ অ্যাপ এবং ওয়েবসাইট৷ সেখানেই সবটা জানা যাবে৷ এদিন কর্মসংস্থান নিয়েও সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সমস্ত জটিলতা কাটিয়ে রাজারহাটের সিলিকন ভ্যালি আইটি হাবে ৫০ একর জমি নিয়েছে উইপ্রো৷ সেখানে ১০ হাজার কর্মসংস্থান হবে৷ এছাড়া মাইক্রোসফট সংস্থাও দুটি ই-কমার্স প্রজেক্টে কাজ শুরু করবে বলে জানান তিনি৷
The post ডেঙ্গুর কারণ বাংলাদেশি মশা! পরিবেশ রক্ষার বার্তা দিতে গিয়ে এ কী বললেন মমতা appeared first on Sangbad Pratidin.