shono
Advertisement

Breaking News

বেসরকারি ক্ষেত্রে অভিজ্ঞ আধিকারিকদের নবান্নে নিয়োগ, বিজ্ঞপ্তি জারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আমলার সংখ্যা কম হওয়ায় এই নির্দেশ রাজ্য সরকারের।
Posted: 02:54 PM Oct 25, 2021Updated: 03:17 PM Oct 25, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্য সচিবালয়ে আমলার সংখ্যা কম। তার ফলে বহু ক্ষেত্রে সরকারি প্রকল্প সামলাতে বহু ক্ষেত্রেই তৈরি হচ্ছে সমস্যা। তাই সরকারি প্রকল্পে গতি আনতে সচিব নিয়োগের ভাবনা রাজ্য সরকারের। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে বেসরকারি ক্ষেত্রের অভিজ্ঞদের রাজ্যের সচিবালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী নভেম্বরে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলার তোড়জোড় করার কথাও বললেন তিনি।

Advertisement

অবসরপ্রাপ্ত কিংবা বেসরকারি সংস্থার কৃতি পেশাদারদেরই সচিবালয়ের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার একাধিক দপ্তরে এভাবেই আধিকারিক নিয়োগ করার কথা ভাবছে। সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের অধীনেই কাজ করবেন তাঁরা। অবসরপ্রাপ্ত কিংবা বেসরকারি সংস্থার কৃতি পেশাদাররা সচিবদের অধীনস্থ হয়ে কাজ করবেন। তাঁরা জনমুখী প্রকল্পগুলি নিয়েই মূলত কাজ করবেন। 

[আরও পড়ুন: ১৫ নভেম্বর থেকে খুলবে স্কুল-কলেজ, শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর]

আধিকারিকের ঘাটতি মেটাতে আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত। এ বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার লোক নেই। অফিসার লাগবে। তাই অবসরপ্রাপ্ত বা কর্পোরেট সেক্টরের অভিজ্ঞ লোকজন নিয়োগ করবে সরকার।” মুখ্যসচিবকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে অবসরের সময়সীমা বাড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

এর আগে কেন্দ্র সরকার বিভিন্ন দপ্তরে অবসরপ্রাপ্ত কিংবা কর্পোরেট সংস্থার কৃতি কর্মীদের নিয়োগ করে। গোটা দেশের নিরিখে তাই এই সিদ্ধান্ত নতুন নয়। তবে অবসরপ্রাপ্ত কিংবা কর্পোরেট সংস্থার কর্মীদের রাজ্যের সচিবালয়ের কাজ সামলাতে নিয়োগের সিদ্ধান্ত অভিনব, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

[আরও পড়ুন: বিরাটের অধিনায়কত্ব, রোহিতদের ব্যর্থতা, কোন পাঁচ কারণে পাকিস্তানের বিরুদ্ধে হারল ভারত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার