রমেন দাস: গুলেন বারি উপসর্গে ফের মৃত্যু রাজ্যে! শুক্রবার দুপুরে আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্যারা মেডিক্যাল ছাত্রের মৃত্য়ু হয় ওই হাসপাতালেই। চিকিৎসকরা বলছেন, হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে যা গুলেন বারি উপসর্গেরই ফল। এনিয়ে এই স্নায়ুরোগে রাজ্যে ২ জনের মৃত্যু হল বলে দাবি চিকিৎসকদের একাংশের।

মৃতের নাম খাইরুল শেখ। বয়স ২২ বছর। বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। জানা গিয়েছে, এই মেডিক্য়াল কলেজেরই প্যারা মেডিক্যাল বিভাগের ছাত্র ছিলেন। কোর্স শেষের পর গ্রামেই ফিরে গিয়েছিলেন খাইরুল। বিহারের পূর্ণিয়ার একটি বেসরকারি হাসপাতালে চাকরিও করছিলেন। সেখানেই অসুস্থ হন তিনি। কিছুদিন আগে জ্বর হয় খাইরুলের। তারপর থেকে দেহের নিম্নাংশ অবশ হয়ে যেতে শুরু করে। স্থানীয় চিকিৎসকদের দেখানো হলেও লাভ হয়নি।
১৫ ফেব্রুয়ারি খাইরুলকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। প্রথমে মেল মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানেই গতকাল দুপুর আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবক গুলেন বারি উপসর্গে ভুগছিলেন। তারই ফলস্বরূপ হৃদরোগে আক্রান্ত হয়ে খাইরুলের মৃত্যু হয়। এ প্রসঙ্গে মৃতের বউদি আসমা খাতুন জানান, " আর জি কর থেকে প্যারা মেডিক্যাল পাশ করার পর বিহারের পূর্ণিয়ার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছিলেন। সেখানেই অসুস্থ হন। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউয়ে দেওয়া হয়। তারপর আর জি কর হাসপাতালে এনে ভর্তি করা হয়।" গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়েই মৃত্যু বলে দাবি পরিবারের।
দেখুন ভিডিও: