shono
Advertisement

Breaking News

অনলাইনে স্ত্রীকে বিক্রির বিজ্ঞাপন স্বামীর, দাম উঠল ৬০ লক্ষ টাকা

লিয়ান্দ্রাকে কিনতে উৎসাহ দেখালেন অনেকেই৷ তাঁর সর্বোচ্চ দাম উঠল ৬৫,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ)৷ The post অনলাইনে স্ত্রীকে বিক্রির বিজ্ঞাপন স্বামীর, দাম উঠল ৬০ লক্ষ টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Sep 15, 2016Updated: 03:31 PM Sep 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর অসুস্থতার সময়, তাঁর প্রতি বিশেষ সহানুভূতি দেখাননি স্ত্রী৷ আর তাই বেশ রেগে গিয়েছিলেন ইয়র্কশায়ারের বাসিন্দা সাইমন ও’কেন৷ রাগের মাথায় তাই স্ত্রী’কে অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেন সাইমন৷ ‘ইবে’ অনলাইন শপিং সাইটে নিজের ‘ব্যবহৃত’ স্ত্রীর বিজ্ঞাপন পর্যন্ত দিয়ে দেন তিনি৷

Advertisement

আর সাইমনের এই কাণ্ড দেখেই অবাক সোশ্যাল মিডিয়া৷ বিজ্ঞাপনে সাইমন স্ত্রীকে রীতিমতো পণ্যের মতো করেই পরিবেশন করেছেন৷ বিক্রির কারণ হিসাবে বলেছেন, ‘আমি বিশ্বাস করি, এই ব্যক্তির সঙ্গে বহুদিন কাটিয়েছি৷ ঈশ্বরের কৃপায় সমাজে এমন ব্যক্তি আছেন, যাঁর এই মহিলার সঙ্গ বেশি প্রাপ্য৷’ এর পাশাপাশি, স্ত্রীর ভাল গুণ হিসাবে তাঁর সৌন্দর্য এবং রান্নার সুখ্যাতি করেছেন সাইমন৷ অন্যদিকে স্ত্রীর খারাপ আচরণ হিসাবে চিৎকার, ঝগড়া ইত্যাদিকে চিহ্নিত করেছেন তিনি৷ এতেই থেমে নেই, স্ত্রীকে এক্সচেঞ্জ করে বদলে একটি ভাল স্ত্রীর দাবিও করেছেন৷

সাইমনের এই আজব কাণ্ড রীতিমতো অবাক করে দিয়েছে স্ত্রী লিয়ান্দ্রাকে৷ স্বামীর এই কাজের জন্য অফিসের কর্মচারীদের হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি৷ রেগে গিয়ে বলেছেন, “কেউ যদি শারীরিক অসুস্থতা নিয়ে শরীরচর্চা করতে পারেন, তাঁর প্রতি সহানুভূতি দেখানোর কোনও কারণ খুঁজে পাইনি আমি৷”

সাইমন এবং লিয়ান্দ্রার এই পারিবারিক কোন্দলে আরও এক কাণ্ড হল ‘ইবে’ শপিং সাইটে৷ লিয়ান্দ্রাকে কিনতে উৎসাহ দেখালেন অনেকেই৷ তাঁর সর্বোচ্চ দাম উঠল ৬৫,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ)৷

যদিও এই ঘটনার কথা জানতে পেরেই তৎক্ষণাৎ সেই বিজ্ঞাপন নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে ইবে৷ জানা গিয়েছে, এই ঘটনার পরে নিজেদের ঝগড়াও মিটিয়ে ফেলেছেন দম্পতি৷ হালকা চালে সাইমন জানিয়েছেন, কোনওভাবেই স্ত্রীকে হারাতে চান না তিনি৷

The post অনলাইনে স্ত্রীকে বিক্রির বিজ্ঞাপন স্বামীর, দাম উঠল ৬০ লক্ষ টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement