সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসা অব্যাহত মণিপুরে। শনিবার জিরিবাম জেলায় গুলির লড়াইয়ে নিহত হয়েছেন অন্তত ৬ জন। এদিকে শুক্রবার বিষ্ণুপুরে রকেট হামলায় একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সেনা কপ্টার মোতায়েন করেছে নজরদারি চালাতে। নামানো হয়েছে অতিরিক্ত সেনা। এহেন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং রাজভবনে গিয়ে দেখা করলেন রাজ্যপাল এল আচার্যের সঙ্গে। জানা গিয়েছে, তাঁকে পুরো পরিস্থিতি সম্পর্কে বিশদে জানিয়েছেন বিজেপি নেতা।
তারও আগে বিরেন সিং শাসক জোটের সব দলের সঙ্গে একটি আপৎকালীন বৈঠক করেন। বৈঠকে বিজেপি ছাড়াও উপস্থিত ছিল নাগা পিপলস ফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টির প্রতিনিধিরা। উল্লেখ্য, মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে আগস্ট মাসে সাফল্য পেয়েছিল সেরাজ্যের বিজেপি সরকার। জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দুই পক্ষই অস্ত্র ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে একে অপরকে সাহায্য করতে সম্মত হয়েছিল বলে মণিপুর সরকারের দাবি। সেই এলাকাও শনিবার রক্তাক্ত হয়। যদিও তার আগেই রাজ্যের অন্য জেলাগুলিতে নতুন করে হামলা ও প্রাণহানির ঘটনা প্রকাশ্যে আসছিল।
[আরও পড়ুন: ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা! ‘এদেশ ছাড়তে হলে মরেই যাব’, বলছেন লেখিকা]
শুক্রবার ময়রাং শহরে রকেট হামলা চালায় আততায়ীরা। সেনার মিউজিয়াম থেকে মাত্র ১০০ মিটার দূরে চলে এই হামলা। ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধের। পাশাপাশি ইম্ফল থেকে ৩৫ কিলমিটার দূরে বিষ্ণুপুর এলাকায় আরও একটি ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে মরিয়া মণিপুর সরকার। পুলিশ জানিয়েছে, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা মোতায়েন করা র পাশাপাশি পাহাড় ও উপত্যকরা এলাকার যে অঞ্চল থেকে রকেট ও ড্রোন হামলা হচ্ছিল, সেখানে অভিযান চালানো হয়। চূড়াচাঁদপুরে জঙ্গিদের বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। কাংপোকপি এবং বিষ্ণুপুর থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।