shono
Advertisement

নির্মীয়মাণ বাড়ির রিজার্ভারে নেমে কাজের সময় বিপত্তি, মৃত্যু ২ শ্রমিকের

নিহতেরা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলেই জানা গিয়েছে।
Posted: 02:33 PM Oct 09, 2021Updated: 02:41 PM Oct 09, 2021

অর্ণব আইচ: দুর্গাপুজোর মুখেই দুঃসংবাদে। গল্ফগ্রিনে (Golf Green) রিজার্ভারে নেমে কাজ করার সময় মৃত্যু হয় দু’জনের। রিজার্ভার পরিষ্কারের সময় গ্যাসের জেরে তাঁদের প্রাণহানি।

Advertisement

শনিবার দুপুরে গল্ফগ্রিনের রসা রোডের একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ চলছিল। রিজার্ভারে নেমে কাজ করছিলেন শ্রমিকেরা। প্রথমে একজন শ্রমিক রিজার্ভারে নামেন। বেশ কিছুক্ষণ কেটে গেলেও তাঁর কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সেই সময় আরও একজন শ্রমিক রিজার্ভারে নামেন। এভাবেই দীর্ঘক্ষণ কেটে যায়। ডাকাডাকির পরেও কারও সাড়াশব্দ পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ডাকাতি ছেড়ে সমাজসেবী হয়েও পিছু ছাড়ল না শত্রুতা, বসিরহাটে তৃণমূল নেতা খুনে নয়া তথ্য]

খবর দেওয়া হয় গল্ফগ্রিন থানায়। খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রিজার্ভার থেকে ওই দু’জনকে উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁদের মৃত বলে জানান। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রিজার্ভারে থাকা গ্যাসের ফলেই শ্বাসকষ্ট হয় শ্রমিকদের। তার ফলে প্রাণহানি হয়েছে দু’জনের। নিহতেরা দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা। চতুর্থীতেই পরিজনদের মৃত্যুতে চোখের জলে ভাসছেন পরিজনেরা।

[আরও পড়ুন: বিধানসভায় সিবিআই, ইডি হাজিরা মামলার কোনও নির্দেশ না দিয়েই নিষ্পত্তি করল হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement