shono
Advertisement

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি সুনামির সতর্কতা

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭। The post ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি সুনামির সতর্কতা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:42 PM Jun 23, 2020Updated: 10:53 PM Jun 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো (Maxico)৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ এই ভয়াবহ কম্পনের ফলে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷

Advertisement

মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মেক্সিকো। প্রায় ১ মিনিট ধরে এই ভূমিকম্প হয় বলে জানা যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ একক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় বিশেষ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ এমনকি সুনামি সতর্কতাও জারি করা হয়েছে৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুযায়ী, প্রায় ২৩ কিলোমিটার গভীর পর্যন্ত কম্পনের প্রভাব পড়েছে৷ এতটাই তীব্র ছিল কম্পন যে, সুনামি সতর্কতা জারি করা হয়েছে, হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়াতেমালায়৷ হাওয়া অফিসের সতর্কবার্তা, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ১ হাজার কিমি পর্যন্ত সুনামির ঢেউ ভাসিয়ে দিতে পারে৷

[আরও পড়ুন:করোনা থেকেও ‘শিক্ষা’ নিল না চিন, ফের শুরু হল কুকুরের মাংস খাওয়ার মেলা]

বিগত কয়েকদিন ধরেই ভূমিকম্প অনুভূত হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে। গত সপ্তাহে কম্পন অনুভূত হয় নিউজিল্যান্ডেও। গত সপ্তাহ থেকে শুরু করে চলতি সপ্তাহেও ভারতের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়। 

[আরও পড়ুন:ত্রিপাক্ষিক বৈঠকেও কাটল না সীমান্ত জট, মধ্যস্থতা ছেড়ে রণে ভঙ্গ দিল রাশিয়া]

The post ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি সুনামির সতর্কতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement