shono
Advertisement

রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ১০০ ঝুপড়ি

রাত দেড়টা নাগাদ আগুন লাগে। The post রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ১০০ ঝুপড়ি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:28 PM Apr 17, 2017Updated: 02:28 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাতে রাজারহাটে ভয়াবহ আগুনে পুড়ে গেল অন্তত ১০০ ঝুপড়ি৷ নিঃসহায় হলেন অন্তত শতাধিক মানুষ৷ যাঁদের অধিকাংশই কাগজকুড়ানি৷ তবে হতাহতের কোনও খবর নেই। জঞ্জাল ঘেঁটে কাগজ, প্লাস্টিক জোগাড় করে কোনওরকমে জীবন ধারণ করেন তাঁরা৷ রবিবার রাত দেড়টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। রাজারহাট-নিউটাউন থানা এলাকায় জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ একইসঙ্গে অগ্নিকাণ্ডের পাশাপাশি প্রশ্ন উঠে গেল এই ঘটনার নেপথ্যে স্থানীয় কোনও প্রোমোটার চক্র সক্রিয় রয়েছে কি না? অর্থাত্‍ কোনও প্রোমোটার চক্রের অঙ্গুলিহেলনেই এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কি না৷

Advertisement

[রবিনার ‘মাতর’ নিয়ে কি সত্যিই অখুশি সেন্সর বোর্ড? জোর জল্পনা]

কার্যত সর্বস্ব হারানো এই ঝুপড়িবাসীদের অভিযোগ, ওই এলাকা থেকে তাঁদের সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল৷ সল্টলেক-রাজারহাট, নিউটাউন থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা মাঝেরপাড়ায় প্রোমোটার চক্র সক্রিয় বলেই বাসিন্দাদের অভিযোগ৷ যদিও পুলিশের প্রাথমিক অনুমান, নিছকই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ কোনও অন্তর্ঘাতের বিষয় স্পষ্ট নয়৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাত একটা থেকে দেড়টার মধ্যে আগুন লাগে৷ সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে৷ ততক্ষণে অবশ্য ভস্মীভূত হয় ঝুপড়িগুলি৷ কীভাবে এতবড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়৷ রাত দেড়টা নাগাদ স্থানীয় ক্লাবের পাশে ঝুপড়িবাসীদের একাংশ দেখতে পান, দাউদাউ করে আগুন জ্বলছে৷ হাতের কাছে যা ছিল তা দিয়েই আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা৷ এর মধ্যেই পুলিশ ও দমকলের অন্তত ৭টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে চলে আসে৷

[‘রাজা-নেতা নয়, দেশ গড়ে উঠবে সাধারণ মানুষের হাতেই’]

দমকলের আধিকারিকদের বক্তব্য, প্রচুর পরিমাণে প্লাস্টিকের মতো দাহ্যবস্তু মজুত ছিল ওই ঝুপড়িতে৷ তাই আগুন ছড়িয়ে পড়ে৷ ঝুপড়িবাসীদের একাংশের বক্তব্য, রান্নার গ্যাস লিক করে বা প্রদীপ থেকে আগুন লাগে৷ তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর মেলেনি৷ অন্য মত, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুন লাগে৷ স্থানীয় বাসিন্দারা অবশ্য বলছেন, ওই ঝুপড়িবাসীদের অধিকাংশই বাংলাদেশি৷ জ্যাংড়া-হাতিয়াড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শিবু গায়েন বলেছেন, “স্থানীয় মানুষরাই এই জায়গাটা ভাড়া দেন৷ প্লাস্টিক, কাগজ জমে  রয়েছে৷ প্রশাসন থেকে এগুলি সরানোর জন্য জমির মালিকদের অনুরোধ জানানো হয়েছে৷ সর্বহারাদের সাময়িক পুনর্বাসন দিতে স্থানীয় প্রশাসন তৎপর হয়েছে৷ প্রোমোটার চক্রের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে৷

[প্রধানমন্ত্রীকে বিদ্রূপ শিব সেনার, তুলনা আলেকজান্ডার-নেপোলিয়নের সঙ্গে]

The post রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ১০০ ঝুপড়ি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement