shono
Advertisement

Breaking News

ঠাকুমার মতো গরীবদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন রাহুল, কটাক্ষ মায়াবতীর

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে দেখা করলেন রাহুল।
Posted: 06:01 PM Jan 29, 2019Updated: 06:01 PM Jan 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের গরীবরা ন্যূনতম উপার্জন পাবেন। সোমবার ছত্তিশগড়ের একটি সভায় একথা বলেন রাহুল গান্ধী। তিনি জানান, মানুষ ২০১৯ সালে লোকসভা ভোটে কংগ্রেসকে ক্ষমতায় আনলে দেশ উপকৃত হবে। ২৪ ঘণ্টার মধ্যে রাহুলকে পালটা আক্রমণে নামলেন বিএসপি নেত্রী মায়াবতী। প্রশ্ন তোলেন, ইন্দিরা গান্ধীর ‘গরিবি হঠাও’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি কেন দিচ্ছেন রাহুল? মায়াবতী কটাক্ষ করে বলেন, ‘কংগ্রেস ও বিজেপি এক মুদ্রার দুই পিঠ।’

Advertisement

[দেশভক্তিমূলক অনুষ্ঠানে উড়ল টাকা, ভাইরাল পুলিশকর্মীর কীর্তি]

এবার লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেছে বিএসপি। অখিলেশ যাদব খোলাখুলি সমর্থন জানিয়েছন। রাহুল গান্ধীর ভোটের প্রতিশ্রুতি শুনে চুপ করে থাকতে পারেননি মায়াবতী। কংগ্রেস সভাপতিকে বলেন, ‘ঠাকুমা ইন্দিরা গান্ধী যা করেছিলেন, সেটাই করছেন রাহুল।’ নরেন্দ্র মোদির ‘আচ্ছে দিন’ ও কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতির সঙ্গেও রাহুলের এই মন্তব্যের তুলনা করেন মায়াবতী। কংগ্রেস ও বিজেপিকে কটাক্ষ করে মায়াবতী বলেন, ‘গরিবি হঠাওয়ের মতোই এই প্রতিশ্রুতিও মিথ্যা। বর্তমান সরকার যেমন ২০১৪ নির্বাচনে কালো টাকা ফেরানোর কথা বলেছিল। ১৫ লক্ষ টাকা করে সাধারণ মানুষের অ্যাকাউন্টে দেবে আর আচ্ছে দিন আসবে। এর থেকেই প্রমাণ হয়ে যায়, এরা একই মুদ্রার দুই পিঠ।” রায়পুরে সোমবার সভা করার পর রাহুল বলেছিলেন, ‘আপনারা যদি কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তাহলে কাউকে অভুক্ত থাকতে হবে না। গরীবদের অ্যাকাউন্টে ন্যূনতম উপার্জন ঢুকবে।’ টুইট করেও রাহুল গান্ধী বলেন, ‘দেশে গরিবি সমস্যা না মিটলে এগোনো সম্ভব নয়। কংগ্রেস ক্ষমতায় আসলে এই সমস্যাই প্রথমে দূর করবে। এটাই আমাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি।’

[বিমানে চড়ার শখ মেটাতে সাংসদ হতে চান ‘বাহুবলী’ বিধায়ক]

এর আগে রাহুল গান্ধীকে এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য আক্রমণ করেছে বিজেপিও। প্রত্যেক বিরোধী দলই প্রত্যেকবার ভোটের আগে বলে, ক্ষমতায় আসলে অনেক কিছু করবে। এটা মানুষের কাছে এখন খুবই স্বাভাবিক। বিজেপি নেতা রবিশংকর প্রসাদ বলেন, ‘কংগ্রেসের এই আসল চেহারা দেশের মানুষ সবাই জানে। এটাই ভোটের আগে ওদের খেলা।’ এদিকে গোয়ায় ছুটি কাটাতে গিয়ে ফের মাস্টারস্ট্রোক দিয়েছেন রাহুল। এদিন গোয়ার মুখ্যমন্ত্রীর দপ্তরে যান রাহুল গান্ধী। তা নিয়ে টুইটও করেন কংগ্রেস সভাপতি। তিনি লেখেন, ‘আমি ব্যক্তিগতভাবে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কোচিতে বিকেলে নির্বাচনী বুথকর্মীদের সঙ্গে বৈঠক করব।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement